বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫, ০৭:০০ অপরাহ্ন
Reading Time: < 1 minute
আব্দুল্লাহ আল মামুন, খাগড়াছড়ি :
খাগড়াছড়ি পার্বত্য জেলার রামগড়ে ভ্রাম্যমাণ আদালতে অভিযান চালিয়ে ৩টি ইটভাটার মালিককে ২লাখ টাকা জরিমানা করা হয়েছে। বুধবার (৩১জানুয়ারী) দুপুরে রামগড় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মানস চন্দ্র দাসের নেতৃত্বে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। রামগড় পৌরসভার ফেনীরকূল ও বলিটিলা এলাকায় ইট ভাটায় অভিযান চালান ভ্রাম্যমাণ আদালত। এ সময়
মেসার্স নুর ইসলাম ব্রিকসকে ১লাখ টাকা এবং মেসার্স হাজেরা ব্রিকস ও মেসার্স নূরজাহান ব্রিকস ভাটার মালিককে ৫০হাজার টাকা করে জরিমানা করা হয়।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মানস চন্দ্র দাস জানান, ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩আইন লঙ্ঘনের অপরাধে ৩ইটভাটার মালিককে অর্থদণ্ড দেয়া হয়। ভ্রাম্যমাণ আদালতের এ অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।