রবিবার, ০৫ জানুয়ারী ২০২৫, ০৮:০৯ পূর্বাহ্ন
Reading Time: < 1 minute
বাহার উদ্দিন,ময়মনসিংহ:
ময়মনসিংহের ফুলপুরের কৃতি সন্তান রিয়াদ আহমেদ ফিলিপাইন থেকে পাইলট কোর্স সম্পন্ন করায় কৃতি সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে উপজেলা পরিষদ মিলানাতনে অনুষ্ঠিত হয়। ফুলপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা এম সাজ্জাদুল হাসানের সভাপতিত্বে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান আতাউল করিম রাসেল, সহকারী কমিশনার (ভূমি) অমিত রায়, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম আহবায়ক সাবেক ভাইস চেয়ারম্যান অধ্যাপক মোহাম্মদ হাবিবুর রহমান, ফুলপুর থানার তদন্ত ওসি বন্দে আলী, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান রোকেয়া পারভীন লাকী, বীর মুক্তিযোদ্ধা আব্দুল বাতেন সরকার,বীর মুক্তিযোদ্ধা বিজয় চন্দ্র বিশ্বাস, ফুলপুরের কৃতি সন্তান রিয়াদ আহমেদ, ফুলপুর প্রেসক্লাবের সভাপতি নাজিমউদ্দিন,সাধারণ সম্পাদক বিলাল হোসাইন, যুগ্ম সাধারণ সম্পাদক আতিকুর রহমান আতিক প্রমুখ।অনুষ্ঠান পরিচালনা করেন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আবুল বাশার ভূঁইয়া।