শুক্রবার, ০৮ নভেম্বর ২০২৪, ০৪:০১ অপরাহ্ন
Reading Time: < 1 minute
প্রেস বিজ্ঞপ্তি:
র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) প্রতিষ্ঠাকালীন সময় থেকেই দেশের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে সব ধরণের অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে যাচ্ছে। জঙ্গী, সন্ত্রাসী, সংঘবদ্ধ অপরাধী, ছিনতাইকারী, জুয়ারি, মাদক ব্যবসায়ী, খুন, এবং অপহরণসহ বিভিন্ন চাঞ্চল্যকর মামলার আসামী গ্রেফতারে র্যাব নিয়মিত অভিযান চালিয়ে আসছে।
এর ধারাবাহিকতায় ০৪/০৪/২০২২ ইং তারিখ রাত ১১.৫০ ঘটিকায় গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১২ এর সদর কোম্পানীর একটি চৌকষ আভিযানিক দল বগুড়া জেলার শেরপুর থানাধীন সীমাবাড়ী বগুড়া বাজার বাসস্ট্যান্ড মসজিদ মার্কেট সংলগ্ন পশ্চিম পার্শ্বে বগুড়া টু ঢাকা মহাসড়কের উপর এক মাদক বিরোধী অভিযান চালিয়ে ৪৭৬(চারশত ছিয়াত্তর) বোতল ফেন্সিডিলসহ ০২ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। এ সময় তাহাদের নিকট থেকে মাদক ক্রয়-বিক্রয়ের কাজে ব্যবহৃত ০২ টি মোবাইল ফোন, নগদ- ৩,৪৩৯(তিন হাজার চারশত ঊনচল্লিশ) টাকা এবং ০১ টি ট্রাক (যাহার রেজিঃ নং ঢাকা মেট্রো-ট-১৮-৭৪৬৪) জব্দ করা হয়। গ্রেফতারকৃত আসামীঃ ১। মোঃ কারিমুল ইসলাম (৩৮), পিতা-মৃত- নজরুল ইসলাম, সাং- দক্ষিন ভাদিয়ালী, থানা- কলারোয়া, জেলা- সাতক্ষীরা, ২। মোঃ রাসেল (২২), পিতা- মৃত জহুরুল ইসলাম, সাং-বাড়ীপাকু, থানা- ফুলপুর, জেলা- ময়মনসিংহ। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, এই মাদক ব্যবসায়ীরা দীর্ঘদিন যাবত আইন প্রয়োগকারী সংস্থার চোখ ফাঁকি দিয়ে বগুড়া জেলার বিভিন্ন এলাকায় অবৈধ নেশাজাতীয় মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় করে আসছিল।
গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) সারণীর ১৩(গ)/৩৮ ধারায় মামলা দায়ের করত উদ্ধারকৃত আলামতসহ তাহাদেরকে বগুড়া জেলার শেরপুর থানায় হস্তান্তর করা হয়েছে।
সূত্র- মোঃ মোস্তাফিজুর রহমান,সহকারী পুলিশ সুপার,মিডিয়া অফিসার,র্যাব-১২.