বুধবার, ০৪ ডিসেম্বর ২০২৪, ০২:২৬ অপরাহ্ন
Reading Time: < 1 minute
সংবাদ বিজ্ঞপ্তি, র্যাব ১২, সিরাজগঞ্জ :
র্যাব-১২, সিরাজগঞ্জ এর অভিযানে অভিনব কায়দায় মাদকদ্রব্য পরিবহনকালে ৩০৪ গ্রাম হেরোইনসহ ০২ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার।
মোহাম্মদ কামরুজ্জামান পিপিএম, অধিনায়ক র্যাব-১২, সিরাজগঞ্জ এর দিকনির্দেশনায় গত ০২ ডিসেম্বর ২০২৪ খ্রিঃ দুপুর ১২.১০ ঘটিকায় র্যাবের গোয়েন্দা শাখার সহযোগীতায় ও র্যাব-১২’র সদর কোম্পানির একটি চৌকষ আভিযানিক দল “পাকশী রেলওয়ে জেলার সিরাজগঞ্জ বাজার রেলওয়ে থানাধীন বঙ্গবন্ধু সেতু পশ্চিম রেলওয়ে স্টেশনে” একটি মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ৩০৪ গ্রাম হেরোইনসহ ০২ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করতে সক্ষম হয়। এছাড়াও তাদের সাথে থাকা হেরোইন ক্রয়-বিক্রয়ের কাজে ব্যবহত ০৩টি মোবাইল ফোন ও নগদ ৫১১০/- টাকা জব্দ করা হয়।
গ্রেফতারকৃত আসামিদ্বয় ১। মোঃ সিহাব আলী (৩০), পিতা-মোঃ উজ্জল আলী, সাং-পরমন্দপুর, ওয়ার্ড নং-০৯, ২। মোছাঃ সেলিনা বেগম (৩৫), পিতা-মৃত বাদশা আলী, সাং-মাদারপুর, ওয়ার্ড নং-০৩, উভয়ের থানা-গোদাগাড়ী, জেলা-রাজশাহী।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, আসামিদ্বয় দীর্ঘদিন যাবৎ লোকচক্ষুর আড়ালে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায় তাদের ব্যবহৃত মোবাইল ফোনে যোগাযোগের মাধ্যমে মাদকদ্রব্য হেরোইন ক্রয়-বিক্রয় করে আসছিল।
গ্রেফতারকৃত আসামিদ¦য়ের বিরুদ্ধে সিরাজগঞ্জ বাজার রেলওয়ে থানায় মাদক আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।
স্বাক্ষরিত-মোঃ উসমান গণি(সহকারী পুলিশ সুপার)অপস্ অফিসার,র্যাব-১২, সিরাজগঞ্জ।