সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ০৫:৪০ পূর্বাহ্ন
Reading Time: < 1 minute
সংবাদ বিজ্ঞপ্তি, র্যাব ১২ সিপিসি-২ :
র্যাব-১২ সিপিসি-২ পাবনা এবং র্যাব-১, সিপিসি-২ উত্তরা এর যৌথ অভিযানে চাঞ্চল্যকর হত্যা মামলায় ২০ বছর যাবৎ আত্মগোপনে থাকা যাবজ্জীবন কারাদন্ড প্রাপ্ত পলাতক আসামীকে গ্রেফতার।
গত ০৭ ডিসেম্বর ২০০৩ খ্রি. তারিখ পাবনা জেলার সদর থানার অর্ন্তগত চর রানীনগর গ্রামের মোঃ ইউনুস শেখ, পিতা-মোঃ সোবাহান শেখ এর ছোট ভাই মোঃ এবাদুল হককে তুলে নিয়ে স্কুল ঘরের মধ্যে বন্দি করে এলোপাতাড়ি ভাবে পিটিয়ে হত্যা করার দায়ে ৩৫ জন এজাহারনামীয় আসামীসহ অজ্ঞাতনামা ৭/৮ জনকে আসামী করে বাদী মোঃ ইউনুস শেখ, পিতা-সোবাহান শেখ, সাং-চর রানীনগর, থানা-পাবনা সদর, জেলা-পাবনা একটি হত্যা মামলা দায়ের করেন। মামলা দায়েরের পর হতে ঘটনার সাথে জড়িত এজাহারনামীয় আসামীগণ আত্মগোপনে থাকায় বিজ্ঞ আদালত আসামীদের অনুপস্থিতিতে বিচার পূর্বক আসামীদেরকে যাবজ্জীবন কারাদন্ডসহ বিভিন্ন মেয়াদে সাজা প্রদান করেন। উক্ত সাজার বিষয়টি আসামীগণ জানতে পেরে আত্মগোপন করে থাকে। আত্মগোপনকৃত আসামীদের গ্রেফতার অভিযানে নামে র্যাব-১২।
মোঃ মারুফ হোসেন, বিপিএম, পিপিএম, অধিনায়ক, র্যাব-১২, সিরাজগঞ্জ মহোদয়ের নির্দেশনায় গত ০২ মার্চ ২০২৩ খ্রি. তারিখ ১১.৩০ ঘটিকায় র্যাব-১২, সিপিসি-২ পাবনা এর কোম্পানি কমান্ডার মেজর মোঃ এহতেশামুল হক খান এবং র্যাব-১, সিপিসি-২ উত্তরা এর কোম্পানী কমান্ডার মেজর মুহাম্মদ আহনাফ রাসিফ বিন হালিম এবং স্কোয়াড কমান্ডার সিনিয়র এএসপি মোঃ পারভেজ রানা এর যৌথ নেতৃত্বে র্যাবের চৌকষ আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে “ডিএমপি, ঢাকার ৩৫ শাহ মাগদুম এভিনিও সেক্টর নং-১২, ১৩ ও ১৪ নং মোড় এ রেডিকেল হসপিটাল লিমিটেড এর সামনে” একটি অভিযান পরিচালনা করে উক্ত চাঞ্চল্যকর হত্যা মামলায় ২০ বছর যাবৎ আত্মগোপনে থাকা যাবজ্জীবন কারাদন্ড প্রাপ্ত পলাতক আসামীকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত আসামীর নামঃ ১। মোঃ চাঁদ মিয়া চাঁদু মিয়া (৫০), পিতা-মৃত পঁচাই প্রাং, সাং-বলরামপুর থানা-পাবনা সদর, জেলা-পাবনা। গ্রেফতারকৃত আসামীকে পাবনা জেলার সদর থানায় হস্তান্তর করা হয়েছে।
স্বাক্ষরিত-মোঃ এহতেশামুল হক খান(মেজর) কোম্পানি কমান্ডার,র্যাব-১২, সিপিসি-২, পাবনা