শুক্রবার, ২১ নভেম্বর ২০২৫, ০৯:৫০ পূর্বাহ্ন
র্যাব-১২, সিরাজগঞ্জ এর অভিযানে সলঙ্গা থানা এলাকা হতে ৭৮ বোতল ফেন্সিডিলসহ ০২ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার Reading Time: < 1 minute
সংবাদ বিজ্ঞপ্তি র্যাব-১২ সিরাজগঞ্জ :
অধিনায়ক র্যাব-১২, সিরাজগঞ্জ মহোদয়ের দিকনির্দেশনায় অদ্য ১২ নভেম্বর ২০২৫ খ্রিঃ রাত ০১.৩০ ঘটিকায় র্যাব-১২, ব্যাটালিয়ন সদর কোম্পানির একটি চৌকস আভিযানিক দল “সিরাজগঞ্জ জেলার সলংগা থানাধীন হাটিকুমরুলস্থ বগুড়া হতে ঢাকাগামী মহাসড়কের পূর্ব পার্শ্বে নিউ মায়ের আঁচল হোটেল এর সামনে” একটি মাদক বিরোধী অভিযান পরিচালনা করে মাদক পরিবহন কালে ৭৮ বোতল ফেন্সিডিলসহ ০২ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করতে সক্ষম হয়। এছাড়াও তার সাথে থাকা মাদকদ্রব্য ফেন্সিডিল ক্রয়-বিক্রয় কাজে ব্যবহৃত ০২টি মোবাইল ফোন জব্দ করা হয়। গ্রেফতারকৃত আসামিদ্বয় ১। মোঃ জুলহাস মিয়া(৪৮), পিতা- মৃত আবু বক্কর সিদ্দিক, সাং-আকালুর ভিটা(নাগেশ্বরী পৌরসভা) ২। মোঃ আলতাব হোসেন(৪৮), পিতা-মৃত আজিতুল্লাহ, সাং-মালভাঙ্গা (ভাই ভাই মোড়), উভয় থানা- নাগেশ্বরী, জেলা- কুড়িগ্রাম। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, আসামিদ্বয় দীর্ঘ দিন যাবৎ অবৈধ নেশা জাতীয় মাদকদ্রব্য ফেন্সিডিল কুড়িগ্রাম জেলা হতে সংগ্রহ করে নিজ নিজ হেফাজতে রেখে গাড়ীতে বহনপূর্বক স্থানান্তর করে ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায় বিক্রয় করে আসছে। গ্রেফতারকৃত আসামিদ্বয়ের বিরুদ্ধে সিরাজগঞ্জ জেলার সলঙ্গা থানায় ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের এর কার্যক্রম প্রক্রিয়াধীন।
স্বাক্ষরিত-দীপংকর ঘোষ. অতিরিক্ত পুলিশ সুপার.কোম্পানি কমান্ডার, সদর কোম্পানি,র্যাব-১২, সিরাজগঞ্জ ।