শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ১১:২০ অপরাহ্ন

News Headline :
রাজশাহী মহানগরীতে ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক পিংকু-সহ গ্রেফতার ৮ জুড়ীতে বাংলাদেশে অনুপ্রবেশকালে বিজিবির হাতে আটক ৮ পাবনার ঈশ্বরদীতে যুবলীগ কর্মী মানিক হত্যা মামলার এজাহারভূক্ত আসামি গ্রেফতার গোবিন্দগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ২৯ জনের বিরুদ্ধে থানায় মামলা রংপুর বিএনপি ও আহবায়ক সামুর ভাবমূর্তি ক্ষুন্ন করতে জোরপূর্বক ভিডিও ধারণ করে অপপ্রচারের অভিযোগ মামলার বাদির নালিতাবাড়ীতে ভারতীয় মদসহ যুবক আটক কুষ্টিয়ার নিখোজ ২ এএসআই এর লাশ পদ্মা নদী থেকে উদ্ধার এবার প্রকাশ্যে এলেন ইবি শিবিরের সভাপতি ও সেক্রেটারি গোদাগাড়ীতে বিপুল পরিমান গাঁজা-সহ গ্রেফতার মাদক কারবারী ডালিম আমরণ অনশনে রাবি আইন অনুষদের শিক্ষার্থীরা

লালমনিরহাটে ছাত্রলীগ ও ছাত্রদলের ধাওয়া পাল্টা ধাওয়া

Reading Time: < 1 minute

রাবিউল হক,লালমনিরহাট
লালমনিরহাটে ছাত্রলীগ ও ছাত্রদলের নেতাকর্মীদের মাঝে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার রাতে শহরের সেনা মৈত্রী হকার্স মার্কেট এলাকায় এ ঘটনা ঘটে। জানা গেছে, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের লালমনিরহাট আগমনকে কেন্দ্র করে শহরের বিভিন্ন জায়গায় বিএনপির অঙ্গসহযোগী সংগঠনের নেতা কর্মীরা সংঘবদ্ধ হতে থাকে। শহরের শেখ রাসেল শিশু পার্কের পিছনে জেলা ছাত্রদলের দপ্তর সম্পাদক ফজলে রাব্বি বিজয়ের নেতৃত্বে দুপুরে ছাত্রদলের নেতাকর্মীরা দলবদ্ধ হয়। সেসময় ছাত্রদলের নেতাকর্মীরা আওয়ামীলীগ সরকারকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করে। পার্শ্ববর্তী দোকানে উপস্থিত থাকা জেলা ছাত্রলীগের সভাপতি রাশেদ জামান বিষয়টি জানতে পেরে প্রতিবাদ করেন। এসময় ছাত্রদলের নেতাকর্মীদের সাথে ছাত্রলীগ সভাপতির বাকবিতন্ডার সৃষ্টি হয়। একপর্যায়ে ছাত্রলীগ নেতাকর্মীর জড়ো হতে থাকলে ছাত্রদলের নেতাকর্মীরা তোপের মুখে পড়ে সেখান থেকে চলে যান।
একইদিন রাতে সেনা মৈত্রি হকার্স মার্কেট সংলগ্ন এলাকায় ছাত্রলীগের নেতাকর্মীরা চা খেতে যায়। ওইসময় ছাত্রলীগ নেতাকর্মীদের দেখে ছাত্রদলের নেতাকর্মীরা সংঘবদ্ধ হওয়ার চেষ্টা করে। তখনি ছাত্রলীগ ও ছাত্রদলের নেতাকর্মীদের মাঝে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এসময় ছাত্রদলের দপ্তর সম্পাদক ফজলে রাব্বি বিজয়সহ কয়েকজন নেতাকর্মী আহত হওয়ার খবর পাওয়া গেছে।
জেলা ছাত্রদলের দপ্তর সম্পাদক ফজলে রাব্বি বিজয়ের সাথে মুঠোফোনে যোগাযোগ করার চেষ্টা করলে তিনি ফোন রিসিভ করেননি। লালমনিরহাট জেলা ছাত্রলীগের সভাপতি রাশেদ জামান বিলাশ বলেন, দিনের বেলা শেখ রাসেল শিশু পার্কের পিছনে আমি চা খেতে আসি। সেসময় ছাত্রদলের নেতাকর্মীরা আওয়ামীলীগ সরকার ও মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে কটুক্তি করে।আমি তার প্রতিবাদ করি। পরে তারা চলে যায়। তবে রাতে তারা সেনা মৈত্রী হকার্স মার্কেট এলাকায় সংঘবদ্ধ হলে আমাদের ছাত্রলীগের নেতাকর্মীদের সাথে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। ছাত্রলীগ একটি সুশৃঙ্খল ছাত্র সংগঠন। আমরা কোনো ধরনের বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি করতে চাই না। তবে জননেত্রী শেখ হাসিনাকে নিয়ে কেউ কটুক্তি করলে তাকে ছাড় দেওয়া হবে না।
সদর থানার অফিসার ইনচার্জ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আমরা এ ঘটনায় কোনো লিখিত অভিযোগ পাইনি। লিখিত অভিযোগ পেলে তদন্ত করে ব্যাবস্থা গ্রহণ করা হবে।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com