শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ১১:১৩ অপরাহ্ন
Reading Time: < 1 minute
হারুন উর রশিদ সোহেল,রংপুর:
স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবিতে লালমনিরহাট জেলার শিক্ষকদের নিয়ে এক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার বিকেলে জেলার কালিগঞ্জ উপজেলার কাকিনা মোস্তাফাকিয়া কামিল মাদ্রাসা হলরুমে এই শিক্ষক সমাবেশ অনুষ্ঠিত হয়। আদিতমারি পশ্চিম ভেলাবাড়ি স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার প্রধান শিক্ষক রেজাউল করিমের আহব্বানে ও কালীগঞ্জের প্রধান শিক্ষক মাও: রফিকুল ইসলামের সভাপতিত্বে উক্ত শিক্ষক সমাবেশে প্রধান অতিথি ছিলেন কাকিনা মোস্তাফাকিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাও: সাহেদার রহমান, আমন্ত্রীত অতিথি হিসাবে বক্তব্য রাখেন অত্র মাদ্রাসার প্রধান মুহাদ্দিস মাও: নজরুল ইসলাম, নওগাঁ জেলার ভিমপুর স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার প্রধান শিক্ষক মাও: রেজাউল হক, বগুড়া জেলার চকঝিনাহার স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার সহকারি শিক্ষক মাও: শহিদুল ইসলাম সাদ্দাম, বক্তব্য রাখেন প্রবীণ সংগঠক ও কুড়িগ্রাম সদরের প্রধান শিক্ষক গোলাম আজম, কালীগঞ্জের প্রধান শিক্ষক কাজী আনছারুল হক, প্রধান শিক্ষক আব্দুল কাদের, নওগাঁ জেলার শিক্ষক মাও: আব্দুস সালাম, পাটগ্রামের শিক্ষক এনামুল হক প্রমুখ। এসময় লালমনিরহাট সদর, কালীগঞ্জ, আদিতমারি, হাতিবান্ধা, পাটগ্রামসহ রংপুর, নীলফামারী, কুড়িগ্রাম, গাইবান্ধাসহ বিভিন্ন জেলা ও উপজেলার শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।বক্তারা, দীর্ঘদিনের অবহেলিত ও বঞ্চিত স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার ন্যায্য অধিকার এবং বৈষম্য দুরীকরণে বক্তব্য তুলে ধরেন। নীতিমালা বাস্তবায়নসহ অবিলম্বে স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণসহ সকল দাবি বাস্তবায়নের জন্য প্রধানমন্ত্রী ও শিক্ষামন্ত্রীসহ সরকারের উর্ধ্বতন কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেন। সেই সাথে আল্লামা হুছামুদ্দিন চৌধুরী ফুলতলী (রঃ) পীর সাহেবের নেতৃত্বে সকলকে ঐক্যবদ্ধ কাজ করার উদাত্ত আহব্বান জানান।