বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী ২০২৫, ১১:৫৫ পূর্বাহ্ন
Reading Time: < 1 minute
এস,আলম, পাবনা :
বিচার বিভাগ দূর্বল হলে রাষ্ট্র কখনোই শক্তিশালী হতে পারে না, তাই শক্তিশালী রাষ্ট্রগঠন করতে হলে শক্তিশালী বিচার বিভাগের বিকল্প নাই বলে বলে মন্তব্য করেছেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী। গতকালশনিবার বেলা ১২টায় পাবনা জেলা ও দায়রা জজ আদালত চত্বরে বিচারপ্রার্থীদের বিশ্রামাগার ন্যায় কুঞ্জের ভিত্তি প্রস্তর স্থাপন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। প্রধান বিচারপতি বলেন, জনগণ যাতে সহজে স্বল্প সময় ও খরচে ন্যায় বিচার পায় তা নিশ্চিত করতে আমরা চেষ্টা করছি। বিচার বিভাগকে গতিশীল করে দ্রæততম সময়ে বিচার প্রক্রিয়া শেষ করতে বিচারকদের তাগিদ দেয়া হচ্ছে। আগামী পাঁচ বছরের মধ্যে মামলা জট সহনশীল মাত্রায় আনার পরিকল্পনায় বিচার বিভাগ কাজ করে যাচ্ছে জানান তিনি। পরে, প্রধান বিচারপতি ফয়েজ আহমেদ পাবনা জেলা ও দায়রা জজ আদালত চত্বরে বকুল ফুলের চারা রোপণ করেন ও জাদুঘর পরিদর্শন করেন। দুপুর ২টায় জেলা আইনজীবী সমিতির মতবিনিময় সভায় যোগ দেন তিনি। এ সময় সুপ্রিম কোর্ট ও হাইকোর্টের উর্ধতন কর্মকর্তা, পাবনা সিনিয়র জেলা ও দায়রা জজ বেগম শামীম আহম্মদ সহ বিচারক ও আইনজীবীরা উপস্থিত ছিলেন। পরে তিনি জেলা এডভোকেট বার সমিতিতে মতবিনিময় করেন। জেলা বার সমিতির সভাপতি এড. আক্তারুজ্জামান মুক্তা এর সভাপতিত্বে স্বাগত ভাষণ দেন জেলা বার সমিতির সম্পাদক এড. আহাদ বাবু। বক্তব্য দেন পাবনা সিনিয়র জেলা ও দায়রা জজ বেগম শামীম আহাম্মদ, এড. রবিউল আলম বুদু। এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের রেজিস্টার জেনারেল মো: গোলাম রব্বানী, হাইকোর্ট বিভাগের রেজিস্টার মুন্সী মো: মশিয়ার রহমান, আপিল বিভাগের রেজিস্টার মো: সাইফুর রহমান, হাইকোর্ট বিভাগের রেজিস্টার (বিচার) এস কে এম তোফায়েল আহমেদ, মাননীয় প্রধান বিচারপতির একান্ত সচিব মো: আরিফুল ইসলাম সহ অন্যান্য বিচারকবৃন্দ।