বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী ২০২৫, ০৪:৫৬ অপরাহ্ন
Reading Time: < 1 minute
শাহরিয়ার মিল্টন,শেরপুর:
শেরপুরে চুয়াডাঙ্গায় ভিক্টোরিয়া জুবলি সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী কর্তৃক শিক্ষক লাঞ্ছনরা প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।বুধবার (১১ অক্টোবর) সকালে শহরের থানা মোড় চত্বরে সরকারি মাধ্যমিক শিক্ষক সমিতির আয়োজনে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। এসময় শহরের সরকারি ভিক্টোরিয়া একাডেমি এবং সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষকরা উপস্থিত ছিলেন।সমিতির পক্ষ থেকে বক্তব্য রাখেন সরকারি ভিক্টোরিয়া একাডেমির প্রধান শিক্ষক কামরুল হাসান এবং সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এ্যানি সুমাইয়া মিলোজ ও সিনিয়র সহকারি শিক্ষক জুবায়ের সাঈদ প্রমূখ ।
বক্তারা নিন্দনীয় ও ঘৃণিত ওই বেআইনি কাজের সঙ্গে জড়িতদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।