admin
- ১ জানুয়ারী, ২০২৩ / ১২২ Time View
Reading Time: < 1 minute
মাহবুব খান, শিবপুর নরসিংদী :
শিবপুরে উৎসব মূখর পরিবেশে পালিত হয়েছে বিণামূল্যে বই বিতরণ। বছরের প্রথম দিনে বই উৎসবকে কেন্দ্র করে রবিবার (০১ জানুয়ারি) সকালে শিবপুর সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালায় ও শিবপুর সরকারি পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা বই সংগ্রহ করতে জড়ো হয় স্ব স্ব শিক্ষা প্রতিষ্ঠানে। এসময় পৃথকভাবে বই উৎসব উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী-৩ শিবপুরের সংসদ সদস্য জহিরুল হক ভূঁইয়া মোহন। উপজেলা নির্বাহী কর্মকর্তা জিনিয়া জিন্নাতের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপাস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান হারুনুর রশিদ খান,উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শামসুল আলম ভূঁইয়া রাখিল,সিনিয়র সহ-সভাপতি আজিজুর রহমান খান,যুগ্ম সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ,শিবপুর মডেল থানার অফিসার ইনচার্জ ফিরোজ তালুকদার,উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান তাপসী রাবেয়া,উপজেলা শিক্ষা কর্মকর্তা রুহুল সগীর, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আলতাফ হোসেন প্রমূখ। আলোচনা সভা শেষে শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মাঝে উৎসব মূখর পরিবেশে নতুন বই বিতরণ করেন অতিথিবৃন্দ।