admin
- ১০ নভেম্বর, ২০২২ / ১১১ Time View
Reading Time: < 1 minute
মাহাবুব খান, শিবপুর নরসিংদী:
নরসিংদীর শিবপুরে আপন বড় ভাইয়ের হাতে ছোট ভাই সিরাজ খন্দকার খুনের ঘটনায় বড় ভাই ইব্রাহিমকে গ্রেফতার ও হত্যাকান্ডের মূলরহস্য উদঘাটন করেছেন নরসিংদী জেলা পুলিশ। বৃহস্পতিবার (১০ নভেম্বর) জেলা পুলিশ সুপার কার্যালয়ে এক সংবাদ সন্মেলনের মাধ্যমে অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আল আমিন এ তথ্যটি নিশ্চিত করেন। এসময় তিনি বলেন, শিবপুর উপজেলার মাছিমপুর ইউনিয়নের মিয়ারগাঁও গ্রামের মৃত আফছার খন্দকারের দুই ছেলে সিরাজ খন্দকার ও ইব্রাহিম খন্দকারের মধ্যে বসতবাড়ির ৩শতাংশ পৈতৃক সম্পত্তি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিলো। ওই সম্পত্তি ছোট ভাই সিরাজ খন্দকারের দখলে রয়েছে যা বড় ভাই ইব্রাহিম খন্দকার দখলের চেষ্টা চালিয়ে আসছেন।জমিজমা সংক্রান্ত বিষয়ে সিরাজ খন্দকার তার বড় ভাই ইব্রাহিম খন্দকারসহ কয়েকজনের বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করেন।গত ৯ নভেম্বর সকালে আদালতের নোটিশ প্রাপ্তিতে ক্ষিপ্ত হয়ে ইব্রাহিমের নেতৃত্বে দেশীয় অস্ত্র দা, শাবল ও লাঠিসোটা নিয়ে মেয়ের জামাই সামসুল, স্ত্রী ফিরোজা বেগম, দুই ছেলে হোসেন খন্দকার (২৫), সাহেদ খন্দকার (১৯), ভাতিজা মোহাম্মদ (২০), আব্দুল্লাহ (২৮) এবং মেয়ে মদিনা সহ একত্রে সিরাজের বাড়ীর মুরগীর ফার্মে প্রবেশ করে সিরাজ ও তার স্ত্রীর উপর উপর্যুপরি হামলা চালিয়ে মারাত্মকভাবে জখম করে।পরে তাদের ডাকচিৎকারে আশেপাশের লোকজন এসে আহত অবস্থায় তাদের দুজনকে উদ্ধার করে ঢাকা হাসপাতালে নিয়ে যাওয়ার পথে সিরাজ খন্দকার মারা যান এবং তার স্ত্রীকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।ঘটনাস্থল হতে ১টি শাবল, বাঁশের লাঠি ও নীড়ানি জব্দ করা হয়।
পুলিশ সুপার আরও জানান, হত্যাকান্ডের মূল হোতা নিহতের বড় ভাই ইব্রাহিম খন্দকারকে দিবাগত রাতে শিবপুর মডেল থানার ওসি সালাউদ্দিন মিয়া ও তার সঙ্গীয় ফোর্সের সমন্বয়ে গঠিত একটি চৌকস দল তথ্য প্রযুক্তির সহায়তায় ও গোপন সংবাদের ভিত্তিতে নরসিংদীর মাধবদী থানাধীন দুর্গম চরাঞ্চল এলাকা মহিষাশুরা ইউনিয়নের বৈত্তাদ্দি গ্রামে তার শ্বশুর বাড়ি হতে গ্রেপ্তার করা হয়।গ্রেপ্তারকৃতকে আদালতে সোপর্দ করা হয়েছে এবং আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান।