বুধবার, ২৭ নভেম্বর ২০২৪, ১০:০৩ পূর্বাহ্ন
Reading Time: < 1 minute
শাহরিয়ার মিল্টন,শেরপুর:
শেরপুরে ‘ধানি গোল্ড’ জাতের আমন ধানের আগাম নমুনা শস্য কর্তন করা হয়েছে।বুধবার (৪ অক্টোবর) দুপুরে জেলার শ্রীবরদী পৌর এলাকার ইয়াসিন আলীর ৬০ শতক জমিতে আনুষ্ঠানিকভাবে এ আমন ধান কর্তন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন জেলা কৃষি সম্প্রসারণ বিভাগের উপ-পরিচালক ড. সুকল্প দাস। এ সময় অতিরিক্ত উপ-পরিচালক কৃষিবিদ হুমায়ুন কবিরসহ স্থানীয় কৃষি কর্মকর্তা ও কৃষকরা উপস্থিত ছিলেন।এ বিষয়ে উপ-পরিচালক ড. সুকল্প দাস জানান, এই আগাম জাতের ধান কেটে কৃষকরা সহজেই সরিষা আবাদ করতে পারবে। দুই ফসলি জমি হবে তিন ফসলি।