শুক্রবার, ১৫ নভেম্বর ২০২৪, ০১:০২ অপরাহ্ন
Reading Time: < 1 minute
শাহরিয়ার মিল্টন,শেরপুর:
শেরপুর জেলা জাতীয় পার্টি আগামী সংসদ নির্বাচনে অংশ গ্রহণের জন্য প্রস্তুতি শুরু করেছে। এলক্ষেশুক্রবার (২৫ আগষ্ট) দুপুরে জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক মাহমুদুল হক মনির আহনে শেরপুর সদরের তালুক পাড়ায় এক সমাবেশের আয়োজন করে। সভায় আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে শেরপুর-১ (সদর) আসনে জাতীয় পার্টি থেকে এমপি মনোনয়ন প্রত্যাশা ব্যক্ত করে নেতাকর্মী ও জনগনের সমর্থন কামনা করেন মাহমুদুল হক মনি।উদয়ন গ্রপের ব্যবস্থাপনা পরিচালক ও শেরপুর জেলা জাতীয় পার্টির সদ্য নির্বাচিত সাধারণ সম্পাদক মনি বলেন এ বছর চরাঞ্চলে এমপি নিতে না পারলে আগামী ৫০ বছরেও এ এলাকায় এমপি আনতে পারবেননা।সভায় মুঠোফোনে অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাতীয় পার্টি (মঞ্জু) কেন্দ্রীয় ভাইসচেয়ারম্যান শেরপুর-১ আসনের সাবেক এমপি শাহ মো. রফিকুল বারী চৌধুরী।বাংলাদেশ জাতীয় পার্টির জেলা সভাপতি আব্দুর রশীদ বিএসসির সভাপতিত্বে ও জেলা জাতীয় যুব সংহতির সভাপতি আসাদুজ্জামান মোরাদের সঞ্চালনায় মতবিনিময় সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা জাতীয় পার্টির সাবেক সিনিয়র সভাপতি আব্দুল হালিম, ঝিনাইগাতী উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক ফারুক আহমেদ, জেলা জাতীয় যুব সংহতির সাধারণ সম্পাদক এস এম আশরাফ, শহর জাতীয় যুব সংহতির সাধারণ সম্পাদক এনামুল হক, ঘুঘুরাকান্দি ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি গোলাম মোস্তফা, বাজিতখিলা ইউনিয়ন জাতীয় পার্টির সাধারণ সম্পাদক আব্দুল মান্নান, কামারেরচর ইউনিয়ন জাতীয় পার্টির সাধারণ সম্পাদক বাবুল মিয়া, জাতীয় পার্টির অন্যতম নেতা আব্দুল মুন্নাফ মিয়াসহ, জেলা, উপজেলা এবং ইউনিয়ন জাতীয় পার্টির নেতৃবৃন্দ।