রবিবার, ১৯ জানুয়ারী ২০২৫, ০৮:১৯ পূর্বাহ্ন
Reading Time: < 1 minute
শাহরিয়ার মিল্টন, শেরপুর:
সিসিডি বাংলাদেশের আয়োজনে ইউরোপীয়ন ইউনিয়ন ও ইন্টারনিউজের সহযোগিতায় শেরপুরে ১০ জন সাংবাদিককে নিয়ে দিনব্যাপী নলেজ শেয়ারিং অব ফ্যাক্ট-চেকিং’ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১০ জুন) সকাল থেকে বিকেল পর্যন্ত শেরপুর প্রেসক্লাবে এ প্রশিক্ষণটি অনুষ্ঠিত হয়।
এতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শেরপুর প্রেসক্লাবের সভাপতি শরিফুর রহমান, সাধারণ সম্পাদক মোঃ মেরাজ উদ্দিন, সাবেক সাধারণ সম্পাদক ও সদর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান সাবিহা জামান শাপলা, শেরপুর ফটো জার্নালিস্ট এসোসিয়েশন এর সভাপতি মুগনিউর রহমান মনি, শেরপুর প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক মহিউদ্দিন সোহেল। অতিথিরা বলেন, আজকের এ প্রশিক্ষণের মাধ্যমে সাংবাদিকরা সঠিক সংবাদ প্রকাশে আরও দায়িত্বশীল হবেন। প্রশিক্ষণ সমন্বয়ক সাংবাদিক শাহরিয়ার শাকিরের পরিচালনায় এ প্রশিক্ষণে সিনিয়র সাংবাদিক শাহরিয়ার মিল্টন বলেন, প্রশিক্ষণটি ছিলো একটি সুন্দর আয়োজন। সকল সাংবাদিকদের প্রশিক্ষণটি নেয়া প্রয়োজন। সাংবাদিক ইমরান হাসান রাব্বি বলেন, এ ধরণের প্রশিক্ষণ একদিনে হয়না। কমপক্ষে তিনদিন করা দরকার। প্রশিক্ষণটিতে জানার ছিলো অনেক।