রবিবার, ১৯ জানুয়ারী ২০২৫, ০৫:২৬ অপরাহ্ন
Reading Time: < 1 minute
শাহরিয়ার মিল্টন,শেরপুর:
বন্যহাতির আক্রমণে শেরপুরের শ্রীবরদীতে এক কৃষক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হন আরও এক যুবক। শুক্রবার রাতে (১৪ এপ্রিল) রাতে উপজেলার ঝুঁলগাও এলাকায় এ ঘটনা ঘটে। নিহত কৃষক করিম মিয়া (২৮) ঝুঁলগাও গ্রামের মো. রবিউল ইসলামের ছেলে। আর আহত যুবক খবির মিয়া (১৮)একই গ্রামের মো. মোশারফ হোসেনের ছেলে। নিহতর বাবা কৃষক মো. রবিউল ইসলাম ও স্বজনরা জানান, সীমান্ত অঞ্চলে প্রতি বছর ধান পাকার সময় ফসলের জমিতে বন্যহাতির তাÐব বেড়ে যায়। এজন্য কৃষকরা রাত জেগে ধান ক্ষেত পাহারা দেয়। শুক্রবার রাতে করিমসহ কয়েকজন তাদের ধান ক্ষেত পাহারা দিচ্ছিল। রাত তিনটার দিকে একদল বন্য হাতি খাবারের সন্ধানে পাহাড় থেকে ঝুঁলগাও এলাকার লোকালয়ে নেমে আসে। এ সময় বন্য হাতির দল নিহত কৃষক করিম মিয়ার ধানের ক্ষেত খেয়ে নষ্ট করতে থাকে। পরে করিম মিয়াসহ কয়েকজন হাতি তাড়ানোর চেষ্টা করলে প্রথমে খবির মিয়াকে হাতি শুড় দিয়ে পেঁচিয়ে আছাড় দিলে তাকে বাঁচাতে যায় করিম। পরে করিমকে একটি হাতি শুড় দিয়ে পেঁচিয়ে জঙ্গলে নিয়ে গিয়ে পায়ে পিষ্ট করে মেরে ফেলে । আর গুরুত্বর আহত হন খবির মিয়া। পরে তাকে উদ্ধার করে স্বজনরা শেরপুর সদর হাসপাতালে ভর্তি করেন । শ্রীবরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপ্লব কুমার বিশ্বাস বলেন, এ ঘটনায় শ্রীবরদী থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।
শ্রীবরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা ইফতেখার ইউনুস বলেন, বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। নিহত ও আহত পরিবারের মাঝে সরকারি নির্দেশনা অনুযায়ী ক্ষতিপূরণ দেওয়া হবে।