বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪, ০৩:৪৮ পূর্বাহ্ন
Reading Time: < 1 minute
শাহরিয়ার মিল্টন,শেরপুর :
শেরপুরে বিশ্ব টিকা সপ্তাহ উপলক্ষেএ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে বৃহস্পতিবার ( ১৩ জুলাই) সকালে জেলা সিভিল সার্জন অফিসের আয়োজনে সিভিল সার্জন অফিসের হলরুমে ওই সভা অনুষ্ঠিত
হয়।সভায় সভাপতিত্ব করেন সিভিল সার্জন ডা. অনুপম ভট্টাচার্য্য। ওইসময় তিনি
বলেন, জেলায় ২০২২ সালে সকল টিকাপ্রাপ্ত শিশুর সংখ্যা ৩ লাখ ৬ হাজার ৮৯৮,
যা মোট শিশুর ৯৮.২৪ ভাগ। তাই এবার ব্যাপক অনুসন্ধান কার্যক্রমের মাধ্যমে
করোনাকালীন সময়ে বাদ পড়া ও আংশিক প্রাপ্ত শিশুদের (০-২৩ মাস বয়সী) টিকা
নিশ্চিত করতে জেলা স্বাস্থ্য বিভাগ বদ্ধপরিকর।
সভায় আরও বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. সাইদুর
রহমান, জেলা সদর হাসপাতালের তত্বাবধায়ক ডা. জসিম উদ্দিন, জেলা
প্রাণীসম্পদ কর্মকর্তা ডা. মোস্তাফিজুর রহমান, জেলা পরিবার পরিকল্পনা
বিভাগের উপপরিচালক রায়হানুল ইসলাম, জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের
উপপরিচালক লুৎফুল কবীর, জেলা ইসলামিক ফাউন্ডেশনের উপপরিচালক এসএম মোহাই মোনুল ইসলাম, জেলা বিএমএ সভাপতি ডা. এমএ বারেক তোতা, জেলা স্বাচিপের সভাপতি ডা. এটিএম মামুন জোশ, সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোবারক হোসেন, বিশ্ব স্বাস্থ্য সংস্থার জামালপুর-শেরপুরের
দায়িত্বে থাকা এমও ডা. দীপান্বিতা রায়, সদর উপজেলা পরিবার পরিকল্পনা
কর্মকর্তা ডা. শারমিন রহমান অমি, প্রেসক্লাবের নবনির্বাচিত সভাপতি রফিকুল
ইসলাম আধার প্রমুখ।
সভার শুরুতেই জেলার ৫টি উপজেলার ৫২টি ইউনিয়ন এবং ৪টি পৌরসভা এলাকায় জেলা স্বাস্থ্য বিভাগের আওতায় টিকাদান কার্যক্রমের উপর প্রামাণ্যচিত্র তুলে
ধরেন সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডা. আকরাম হোসেন।
সভায় জনস্বাস্থ্য বিভাগের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ ছামিউল হক,
প্রেসক্লাবের বিদায়ী সাধারণ সম্পাদক মেরাজ উদ্দিন, নবনির্বাচিত সাধারণ
সম্পাদক আদিল মাহমুদ উজ্জল, সিনিয়র সহ-সভাপতি মলয় মোহন বলসহ জেলা
স্বাস্থ্য বিভাগের অন্যান্য কর্মকর্তাগণ ও জেলা পর্যায়ের বিভিন্ন দপ্তরের
কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন