বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী ২০২৫, ০৮:৪৯ পূর্বাহ্ন
Reading Time: < 1 minute
শাহরিয়ার মিল্টন ,শেরপুর:
যথাযোগ্য মর্যাদায় নানা কর্মসূচিতে শেরপুরে পালিত হয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জেষ্ঠ্য পুত্র ক্রীড়া সংগঠক বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামালের ৭৪তম জন্ম বার্ষিকী। এ উপলক্ষ্যে শনিবার (৫ আগস্ট) সকাল ১০ টায় জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসকের অফিস চত্বরে স্থাপিত শেখ কামালের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এসময় শেখ কামালের প্রতিকৃতিতে প্রথম পুষ্পস্তবক অর্পণ করেন জাতীয় সংসদের হুইপ বীর মুক্তিযোদ্ধা আতিউর রহমান আতিক এমপি। এরপর জেলা প্রশাসনের পক্ষে পুষ্পস্তবক অর্পণ করেন জেলা প্রশাসক আব্দুল্লাহ আল খায়রুম, পুলিশ প্রশাসনের পক্ষে পুলিশ সুপার মোনালিসা বেগম পিপিএম, মুক্তিযোদ্ধা সংসদের পক্ষে সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা নূরুল ইসলাম হিরো, জেলা আওয়ামী লীগের পক্ষে সভাপতি হুইপ আতিউর রহমান আতিক এমপি ও সাধারণ সম্পাদক ছানোয়ার হোসেন ছানু, জেলা পরিষদের পক্ষে প্রধান নির্বাহী জেবুন্নেছা হক শারমিন, স্বাস্থ্য বিভাগের পক্ষে সিভিল সার্জন ডা. অনুপম ভট্টাচার্য্য , শেরপুর প্রেসক্লাবের পক্ষ প্রেসক্লাব নেতৃবৃন্দ, কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউট, সড়ক বিভাগ, মহিলা আওয়ামী লীগ, সদর উপজেলা পরিষদ, জনস্বাস্থ্য প্রকৌশল, আঞ্চলিক পাসপোর্ট অফিস, উপজেলা প্রশাসন, সদর উপজেলা নির্বাচন অফিস শেরপুর, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, গণপূর্ত বিভাগ শেরপুর, যুব মহিলালীগ শেরপুর জেলা, শিশু একাডেমী, নির্বাহী প্রকৌশলী এলজিইডি, পানি উন্নয়ন বোর্ড, পরিবেশ অধিদপ্তর, জেলা সঞ্চয় অফিস ব্যুরো, খাদ্য বিভাগ সহ বিভিন্ন সংগঠন। পরে দোয়া পরিচালনা শেষে জেলা প্রশাসকের সভাপতিত্বে আলোচনা ও স্মৃতিচারণ সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, জাতীয় সংসদের হুইপ বীর মুক্তিযোদ্ধা আতিউর রহমান আতিক এমপি। প্রধান আলোচক হিসেবে আলোচনা করেন জেলা পরিষদের চেয়ারম্যান হুমায়ুন কবীর রুমান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন পুলিশ সুপার মোনালিসা বেগম পিপিএম প্রমুখ। সভায় প্রশাসনের বিভিন্ন দপ্তরের প্রধান, মুক্তিযোদ্ধা, রাজনৈতিক নেতৃবৃন্দ, সুশীল সমাজের নেতৃবৃন্দ ও গণমাধ্যমকর্মিরা উপস্থিত ছিলেন।