বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী ২০২৫, ০২:৫৩ অপরাহ্ন
Reading Time: 2 minutes
শাহরিয়ার মিল্টন,শেরপুর:
জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে শেরপুরে আওয়ামী লীগ ভিন্নধর্মী কর্মসূচি হাতে নিয়েছে। বিগত ১৫ বছরে দেশের উন্নয়ন চিত্র তুলে ধরে জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মো. ছানুয়ার হোসেন ছানু এক লাখ লিফলেট বিতরণ করছেন। সেখানে সরকারের নানা উন্নয়নের ফিরিস্তি তুলে ধরা
হয়েছে।শনিবার (১৪ অক্টোবর) দুপুরে ‘শেখ হাসিনার উন্নয়ন বার্তা’ নামে এ লিফলেট বিতরণ কার্যক্রমের উদ্বোধন হয়েছে। এ উপলক্ষে দুপুরে সদর উপজেলার কামারেরচর বাজার, মুন্সীর চর বাজারসহ পাঁচটি স্থানে পথসভার আয়োজন করা হয়।এতে জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মো. ছানুয়ার হোসেন ছানু, আওয়ামী লীগ নেতা বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালেক, শামসুন্নাহার কামাল, জেলা যুবলীগ সভাপতি ও কামারের চর ইউপি চেয়ারম্যান মো, হাবিবুর রহমান হাবিব বক্তব্য রাখেন। পরে হাট-বাজারে আগত লোকজনের হাতে লিফলেট তুলে দেওয়া হয়। এদিকে রোববার (১৫ অক্টোবর) জেলা শহরে এক উন্নয়ন সমাবেশের ডাক দিয়েছে মহিলা আওয়ামী লীগ। শহরের খরমপুর মোড়ে সেই সমাবেশে প্রায় ৩০ হাজার তৃণমূল নেতাকর্মী উপস্থিত থাকবেন বলে আশাবাদ ব্যক্ত করা হয়েছে।লিফলেটের লেখায় বিদ্যুৎ, বই বিতরণ, সামাজিক নিরাপত্তা কর্মসূচির বিষয়গুলোকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। সেখানে বলা হয়েছে, দেশের ৫ কোটি মানুষ বয়স্ক, বিধবা, মাতৃত্বকালীন ও প্রতিবন্ধী ভাতা পাচ্ছেন। এ খাতে বছরে ৫৭ হাজার কোটি টাকা ব্যয় করছে সরকার। এছাড়া দুঃস্থ মহিলা উন্নয়ন কর্মসূচিতে দেশের ১০ লাখ ৪০ হাজার নারী প্রতি মাসে ৩০ কেজি করে চাল পান।যদি শেখ হাসিনা প্রধানমন্ত্রী না থাকেন তবে এসব ভাতা বন্ধ হয়ে যাবে। গত ১৩ বছরে প্রাথমিক, মাধ্যমিক, দাখিল শিক্ষার্থীদের ৪০০ কোটি পাঠ্য বই দেয়া হয়েছে দাবি করা হয়। প্রতিবছর বিনামূল্যে বই বিতরণে ১ হাজার ৫০ কোটি টাকা ব্যয় হয়। এ ঘটনাকে বিশ্বে বিরল ঘটনা বলে উল্লেখ করা হয়। শতভাগ বিদ্যুৎ প্রাপ্তিকে অন্ধকার থেকে আলোকিত বাংলাদেশ পদার্পণ বলে উল্লেখ করা হয়।
মুজিববর্ষ থেকে ২০২৩ সালের এপ্রিল মাস পর্যন্ত ৫ লাখ ৫৫ হাজার ৪৩২টি ভূমিহীন গৃহহীন মানুষ ২ শতাংশ জমিসহ পাকা ঘর পেয়েছে বলে দাবি করা হয়। এ কাজটিকে সবচেয়ে মানবিক কাজ বলে উল্লেখ করা হয়। এছাড়া ১০ লাখ রোহিঙ্গাকে আশ্রয় দেয়ার ঘটনাকে মানবতার সবচেয়ে বড় উদাহরণ বলে তা থেকে শিক্ষা নেওয়ার আহ্বান জানানো হয়।এছাড়া জেলায়, উপজেলায় মডেল মসজিদ তৈরি করাকে ঐতিহাসিক আখ্যায়িত করা হয়।পাশাপাশি বিএনপি জামাতের সমালোচনা করে বলা হয়, তাদের আমলে দেশে ৫শ জায়গায় বোমা হামলা হয়েছে। পক্ষান্তরে শেখ হাসিনা দেশের ৪৮৭ উপজেলা ও ৬৪ জেলায় মডেল মসজিদ করেছেন। তিনি ইসলাম ধর্মের চর্চা ও শান্তির বাণী প্রচারে অন্যদের চেয়ে অনেক বেশি আন্তরিক বলে মন্তব্য করা হয়। এছাড়াও পদ্মা সেতু,মেট্টোরেল, এলিভেটেড এক্সপ্রেসওয়ে, ইউনিয়ন তথ্য সেবা, মুক্তিযোদ্ধা ভাতা,
সারাদেশে সড়ক যোগাযোগের উন্নতি, কৃষিতে প্রণোদনাসহ আরও অর্ধশতাধিক উন্নয়ন কর্মযজ্ঞের কথা লেখা রয়েছে লিফলেটে।এ ব্যাপারে সাধারণ সম্পাদক মো. ছানুয়ার হোসেন ছানু বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশে সকল ক্ষেত্রে অভূতপূর্ব উন্নয়ন হয়েছে।নির্বাচনের পূর্বে তারা এসব উন্নয়ন চিত্র জনগণের মাঝে তুলে ধরতে লিফলেট বিতরণ কার্যক্রম শুরু করেছেন। তিনি বলেন, বিগত ১৫ বছরের উন্নয়ন ও অগ্রযাত্রা তুলে ধরতে পারলে আগামী নির্বাচনে আওয়ামী লীগ ও নৌকার বিজয় কেউঠেকাতে পারবে না।