শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪, ০৫:০২ পূর্বাহ্ন
Reading Time: < 1 minute
শাহরিয়ার মিল্টন,শেরপুর:
বাংলাদেশ জামিয়াতুল মোদার্রেছীন শেরপুর জেলা শাখার এক সভায় বেসরকারি শিক্ষক কর্মচারীদের চাকরি জাতীয় করনের দাবি বাস্তবায়ন করার জন্য সরকারের প্রতি আহ্বান জাননো হয়।রোববার (২৩ জুলাই) বিকেলে শেরপুর ইদ্রিসিয়া কামিল মাদ্রাসা মিলনায়তনে জেলা জামিয়াতুল মোদার্রেছীনের সভাপতি অধ্যক্ষ আলহাজ্ব মাওলানা মো: ফজলুর রহমানের সভাপতিত্বে সংগঠনের সভা অনুষ্ঠিত হয়।
সভায় বক্তব্য রাখেন জেলা জামিয়াতুল মোদার্রেছীনের সাধারণ সম্পাদক মো:
মেরাজ উদ্দিন, সহ সভাপতি অধ্যক্ষ মাও: আজিজুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক
মাওলানা আব্দুর রাজ্জাক, নালিতাবাড়ী উপজেলা সভাপতি অধ্যক্ষ মাওলানা
মাহমুদ মোস্তফা, সাধারণ সম্পাদক মাওলানা মো: জাহেদ উল্লাহ, নকলা উপজেলার সভাপতি মাওলানা আতাউর রহমান, সাধারণ সম্পাদক মাওলানা আব্দুস ছামাদ,শ্রীবরদী উপজেলার সভাপতি মাওলানা এরশাদ আলী, সাধারণ সম্পাদক মাওলানা আব্দুল্লাহ আল মামুন, ঝিনাইগাতী উপজেলার সভাপতি মাওলানা হযরত আলী,সাধারণ সম্পাদক মাওলানা : শাহ আলম, মাওলানা আ: আজিজ, মাওলানা আখতারুজ্জামান, মাওলানা জাকির হোসেন, মাওলানা আমিনুল ইসলাম ও মাওলানা আব্দুল হালিম।সভায় বেসরকারি শিক্ষক কর্মচারীদের চাকরি জাতীয় করন, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ন্যায় স্বতন্ত্র ও সংযুক্ত ইবতেদায়ী মাদ্রাসার সুযোগ সুবিধা প্রদান করার জন্য দাবি করা হয়। সভায় পাঁচ উপজেলায় আলাদা সমাবেশ করার সিদ্ধান্ত নেয়া হয়।