বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫, ০৬:৩৩ অপরাহ্ন
Reading Time: < 1 minute
মোঃ আশিক, শ্যামনগর সাতক্ষিরা:
সাতক্ষিরার শ্যামনগর উপজেলার পদ্মপুকুর ইউনিয়নেরর বাইন তলায় বি কে মাধ্যমিক বিদ্যালয় এর সামনে গত ১ মাস ধরে বালু উত্তোলন করছে বহিরাগত পেশাদার বালু উত্তোলন কারী মোঃ হাবিবুর রহমান হবি ও স্থানীয় মোঃ রযব আলী। সরজমিনে পদ্মপুকুর ইউনিয়নের বাইন তলায় সরেজমিনে গিয়ে দেখা যায় চিংড়ি মৎস্য চাষের ঘেরে বোরিং মেশিন লাগিয়ে এ বালু উত্তোলন হচ্ছে।এসময় ইউনিয়ন ভূমি কর্মকর্তাকে জানানো হলে তিনি বেশ ২ ঘন্টা পরে বালু উত্তোলন স্থানে আসে। এসময় প্রতিবেদকের সাথে স্থানীয় ইউপি সদস্য লিয়াকাত হোসেন খোকন বালু উত্তোলন কারী দের পক্ষে কথা বলেন, আপনাদের কি সমস্যা, প্রতিবেদককে বিভিন্ন রকম অকথ্য কথাবার্তা বলেন যেমন এটা অবৈধ কাজ এটা বন্ধ হোক এটা চাই , তিনি বলেন আপনারা কজন সাংবাদিক দেশে উন্নয়ন করে উল্টে ফেলবেন আপনাদের দেখছি।
যেটি একেবারেই অসামাজিক ব্যবহার।এ বিষয়ে উপজেলা নির্বাহী র্কমর্কতাকে জানালে, উপজেলা নিবার্হী কর্মকর্তা তৎক্ষানিক নির্দেশে স্থানীয় গ্ৰাম পুলিশের সহযোগিতায় ঐ বালু উত্তোলন সরঞ্জাম ( ৪৫ টি পাইপ) স্থানীয় ইউ/পি লিয়াকত আলীর জিম্বায় দেওয়া হয়েছে এমনটি জানিয়েছেন ১১ নং পদ্মাপুকুর ইউনিয়ন সহকারী ভূমি কর্মকর্তা তপন মন্ডল।