মঙ্গলবার, ০৭ জানুয়ারী ২০২৫, ০১:৫৯ পূর্বাহ্ন
Reading Time: < 1 minute
রনজিৎ বর্মন শ্যামনগর সাতক্ষীরা :
সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় মোটরভ্যানের চাকার সাথে গলায় চাদর আটকিয়ে এক বৃদ্ধের মুত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে শনিবার দুপুরে বংশীপুর-ভেটখালী সড়কে পাতড়াখোলা নামক স্থানে মসজিদের পাশে।
মৃত ব্যক্তির নাম আব্দুর রশিদ গাজী(৭০)। শ্যামনগর উপজেলার রমজানগর ইউপির চাঁদখালী গ্রামের মৃত বেলায়েত গাজীর পুত্র তিনি।
প্রত্যক্ষদর্শী সুত্রে প্রকাশ আব্দুর রশিদ গাজী ও তার স্ত্রী খুলনা থেকে ফিরে বংশীপুর বাস থেকে নেমে মোটরভ্যান যোগে বাড়ী যাওয়ার পথে পাতড়াখোলা নামকস্থানে ভ্যানের চাকার সাথে তার গায়ে পরনে চাদর ও মাথায় জড়ানো মামলার আটকিয়ে যায় পর গলা থেকে মাথা দ্বিখন্ডিত হয়ে যায় এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পর এ দৃশ্য দেখে তার বৃদ্ধা স্ত্রী জ্ঞান হারিয়ে ফেলেন ও ভ্যান চালক ভ্যান রেখে পালিয়ে যান। স্থানীয়রা এসে তার স্ত্রীকে উদ্ধার করেন। স্থানীয়রা শ্যামনগর থানা পুলিশকে অবহিত করলে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।