মঙ্গলবার, ০৭ জানুয়ারী ২০২৫, ০২:১৪ পূর্বাহ্ন

News Headline :
খুনিরা অধরা পাবনায় জুলাই আগষ্ট বিপ্লবে নিহত-আহতদের পরিবার আতংকিত শহীদ নিলয়ের পরিবার ভয়ে মামলা করেনি ভিসি প্রো-ভিসি নিজেরাই কোটার সুবাধে চেয়ারে বসে আছে-রাবি কর্মচারী পাবনায় চাঁদাবাজির মামলায় সাবেক ডিপুটি স্পিকার কারাগারে পাবনায় মোটর সাইকেল ছিনতাই ২জন গ্রেফতার মোটরসাইকেল উদ্ধার রাজশাহীর তানোরে বিএমডিএর সহকারী প্রকৌশলী জামিনুরের বিরুদ্ধে বিতর্কিত কর্মকান্ডের অভিযোগ শ্যামনগর প্রধান সড়কে বিচালী ইট কাঠ নেটের ঘেরা শ্যামনগরে ভ্যানে চাদর আটকিয়ে এক বৃদ্ধের মৃত্যু রাজশাহীতে আবাসিক হোটেলে অসামাজিক কার্যকলাপের অভিযোগে আটক ৯ শ্যামনগরে সুন্দরবনের গরান জ্বালানী কাঠ কাটার দাবীতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত গোবিন্দগঞ্জে জমি ও পুকুর দখলকে কেন্দ্র করে আদিবাসী পল্লীতে হামলা অগ্নিসংযোগ

শ্যামনগর প্রধান সড়কে বিচালী ইট কাঠ নেটের ঘেরা

শ্যামনগর প্রধান সড়কে বিচালী,ইট,কাঠ,নেটের ঘেরা

Reading Time: 2 minutes

রনজিৎ বর্মন শ্যামনগর সাতক্ষীরা :
সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় শ্যামনগর মুন্সিগঞ্জ প্রধান সড়ক সংলগ্ন রাস্তার গা ঘেঁষে বিচালী, ইট, বালি, কাঠ, নেটের ঘেরা দিয়ে সবজি চাষ করার ফলে রাস্তা ছোট হওয়ায় ছোট খাট দূর্ঘটনা ঘটছে। প্রতিদিন শ্যামনগর-মুন্সিগঞ্জ ও শ্যামনগর ভেটখালী সড়কে শত শত যানবাহন চলাচল করে। যাত্রীবাহি বাস, ট্রাক, ভ্যান, মোটরসাইকেল, ইজিবাইক, মালবাহি গাড়ী, পথচারী সহ অন্যান্য যানবাহন চলাচল করে। দিনে দিনে জনসংখ্যা বৃদ্ধির ফলে যানবাহনের সংখ্যাও বৃদ্ধি পাচ্ছে।
বর্তমানে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে সড়কে যানবাহন সহ সাধারণ মানুষের চলাচলও বৃদ্ধি পেয়েছে। শ্যামনগর থেকে বাংলাদেশের বিভিন্ন জেলা ও বিভাগীয় শহর সহ রাজধানী শহরে যাত্রীবাহী গাড়ী, মালবাহী গাড়ী প্রত্যহ চলাচল করছে। সকাল, সন্ধ্যা, দুপুর বিভিন্ন সময়ে ঢাকার বাস চলাচল করছে। ফলে সড়ক গুলি গুরুত্বপূর্ণ হয়ে উঠছে দিনের পর দিন। কিন্ত দেখা যায় সড়কের গা ঘেঁষে ধানের বিচালী, সমিলের কাঠ, বিভিন্ন কাজে ব্যবহারিত ইট, কাঠ, বালি, খোয়া, রাখা হয়েছে। এমনকি সড়কের গা ঘেঁষে নেট দিয়ে ঘিরে সবজি চাষ বা অন্যান্য কিছু ব্যবস্থাপনা করে দখল করে রাখার ফলে সড়ক গুলি ছোট হওয়ায় ভারী যানবাহন চলাচলে সমস্যা সৃষ্টি হচ্ছে। বিশেষ করে রাতে যানবাহন চলাচলে ছোট খাট দূর্ঘটনা প্রায়ই ঘটছে। মাঝে মাঝে লক্ষ্য করা যায় রাস্তার উপর খড় কুটা শুকনার জন্য বিছিয়ে রাখা হয়। ধান শুকানোর জন্য পাটিতে ধান রাখা হয়। এর ফলে রাস্তা ছোট হয়ে যাওয়ায় সকলক্ষেত্রে সমস্যা সৃষ্টি হচ্ছে বলে এমনটাই সচেতন মহল মন্তব্য করেছেন। বংশীপুর-মুন্সিগঞ্জ সড়কের মোটরসাইকেল আরোহি শহিদুল ইসলাম, নজরুল ইসলাম বলেন ব্যস্ততম সড়কের পাশে বিচালী,ইট,কাঠ ইত্যাদী রাখার ফলে যানবাহন চলাচলে সমস্যার সৃষ্টি হচ্ছে। শ্যামনগর মুন্সিগঞ্জ ,শ্যামনগর ভেটখালী সড়কে যাত্রীবাহী বাস চালক ফরিদ, বাসযাত্রী গণি, রবীন্দ্র, পূনিমা, রহিমা সহ অন্যান্যরা বলেন রাস্তার গা ঘেঁষে বিচালী, ইট,কাঠ, বালি, ঘেরা বেড়া দেওয়ার ফলে পাশাপাশি বাস, ট্রাক চলাচলে বা ওভারটেক করতে সমস্যার সম্মুখিন হতে হয়। শ্যামনগর আতরজান মহিলা মহাবিদ্যালয়ের অধ্যাপক মানবেন্দ্র দেবনাথ বলেন রাস্তার গা ঘেঁষে মালামাল রাখা ও ঘেরা বেড়া জন্য তিনি নিজেই মুন্সিগঞ্জ থেকে সন্ধ্যার পর শ্যামনগর ফেরার পথে দূর্ঘটনার সম্মুখিন হন। এ বিষয়ে তিনি যথাযথ কর্তৃপক্ষের দৃষ্টি কামনা করেন। শ্যামনগর সচেতন মহল বলেন পর্যটন এলাকা মুন্সিগঞ্জ, সুন্দরবনকে কেন্দ্র করে প্রায়ই প্রতিদিন পর্যটকবৃন্দ এ সড়ক দিয়ে যাতায়াত করেন। প্রায়ই এ সকল সড়কদিয়ে নীলডুমুর বিজিবি, বনবিভাগ, কোষ্টগার্ড, নৌপুলিশের গাড়ী, উপজেলা, জেলা, বিভাগীয় প্রশাসনের গাড়ী যাতায়াত করেন। অভিজ্ঞ মহলের দাবী জনসাধারণ, যাত্রীবাহী বাস, সকল ধরনের যানবাহন যাতে সহজে চলাচল করতে পারে সে কারণে রাস্তার গা ঘেঁষে রাখা মালামাল অপসারণে যথাযথ কর্তৃপক্ষের আশু সু দৃষ্টি কামনা করেন।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com