বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫, ০৮:৫৭ অপরাহ্ন
Reading Time: < 1 minute
মোঃনাছির আহমেদ,শ্রীমঙ্গল:
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে পূর্ব শ্রত্রুতার জের ধরে এক অসহায় পরিবারের উপর হামলা ও মারপিটের অভিযোগ উঠেছে।একি এলাকার সাবেক মেম্বারের বিরুদ্ধে।এ ঘটনায় দুইজন গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসা নিয়ে বাড়িতে আসেন তারা, এছাড়াও একি পরিবারের আরো দুইজন কে লীলা ফুলা জখম করে দুর্বৃত্তরা। ঘটনাটি ঘটেছে শ্রীমঙ্গল উপজেলার সিন্দুরখান ইউনিয়নের খারিজ্জমা গ্রামে অসহায় দিন মজুর মোঃআঃমতিন মিয়ার পরিবারের সাথে।এ ঘটনায় থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করতে চাইলে ও দুর্বৃত্তদের ভয়ে করতে পারছেন না,আঃমতিন মিয়া আরো বলেন গত মঙ্গলবার দিন দুপুরে পূর্ব শত্রুতার জেরে মোঃজাহিদুল মিয়া (সাবেক মেম্বার)ও তার ছেলে সায়েম ,আফরোজ মিয়া,মাহমুদ ও জলিল মিয়া। আমার ও আমার পরিবারের ৪ সদস্য উপরে বাঁশের লাটি দিয়ে আক্রমণ চালায়।এক পর্যায়ে জাহিদুল (সাবেক মেম্বার)আমার মেয়ে শরিফা বেগমের ডান কুনইয়ের উপরে লাঠি দিয়ে আঘাতে করলে হাতটি বেঙ্গে যায়।এবংআমার বড় ছেলে ক্যান্সারে আক্রান্ত মুক্তার মিয়া ও নাতি আরিফ মিয়া কে ও তারা লাঠি দিয়ে আঘাত করে কিল গুসি দিয়ে মাটিতে পেলে দেয় মেম্বারের ভাই ভাতিজারা।
স্বামী পরিত্যক্ত শরিফা বেগম বলেন আমি আমার ছেলে কে নিয়ে দীর্ঘ দিন ধরে বাবার বাড়িতে থাকি।আমার ছেলে আরিফ কে হত্যার উদ্দেশ্য করে বাঁশের লাঠি দিয়ে হাতে পায়ে ও পিঠে আঘাত করলে গুরুত্বর আহত হয়ে পড়ে।এ সময় আহতদের ডাক চিৎকারে এলাকাবাসী এগিয়ে আসলে হামলাকারীরা দৌঁড়ে পালিয়ে যায়।পরে এলাকাবাসীর সহযোগিতায় আহতদের শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে চিকিৎসা নিয়ে বাড়িতে নিয়ে আসি। এই ঘটনার ব্যাপারে জানতে বর্তমান চেয়ারম্যান মোঃইয়াছিন আরাফাত রবিনের সাথে যোগাযোগাযোগ করতে চাইলে উনি কল টি রিচিভ করেন না।তার পর বর্তমান মোঃজুন্নুন মিয়ার সাথে কথা বলে এই বিষয়ে জানাতে চাইলে তিনি বলেন বিষয়টি আমার জানা নেই আমি চেয়ারম্যানের কাছ থেকে শুনেছি।এছাড়া ও এলাকার এই সময় একি এলাকার মুরব্বি মানিক সরদার,আলমগীর মিয়া,আজিজুল ইসলাম বলেন আমরা সচক্ষে দেখেছি সাবেক মেম্বার জাহিদুল,ভাই ভাতিজা মিলে মারপিট করেন