শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪, ০৪:৩২ অপরাহ্ন
Reading Time: < 1 minute
মামুনুর রশীদ,মৌলভীবাজার:
শ্রীমঙ্গলে চা শ্রমিকদের মাঝে সমাজসেবা অধিদপ্তর কর্তৃক বাস্তবায়িত “জিটুপি” পদ্ধতিতে এককালিন অনুদানের নগদ অর্থ বিতরণ করা হয়েছে।রবিবার (৩০ জুলাই) সমাজসেবা অধিদপ্তর কর্তৃক বাস্তবায়িত ‘জিটুপি’ পদ্ধতিতে শ্রীমঙ্গল উপজেলার কালীঘাট ইউনিয়নের ৫০৩ জন চা শ্রমিকে এককালীন অনুদানের নগদ অর্থ প্রদান করা হয়।এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার-৪ আসনের সংসদ সদস্য উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহীদ।এ সময় প্রধান অতিথি ৫০৩ জন চা শ্রমিককে ৫ হাজার টাকা করে মোট ২ কোটি ৫১ লক্ষ ৫ হাজার টাকার এককালিন নগদ অর্থ বিতরণ করেন।কালীঘাট ইউনিয়নের চেয়ারম্যান প্রানেশ গোয়ালার সভাপতিত্বে অনুষ্ঠানে অনুষ্টানে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল উপজেলা পরিষদের চেয়ারম্যান ভানুলাল রায়, শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ মো. জাহাঙ্গীর হোসেন সরদার, শ্রীমঙ্গল উপজেলা আওয়ামী লীগের সভাপতি অর্ধেন্দু কুমার দেব, শ্রীমঙ্গল উপজেলা সমাজসেবা কর্মকর্তা সোয়েব হোসেন চৌধুরী।