বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫, ১১:৩৭ অপরাহ্ন

News Headline :
মানববন্ধনের প্রতিবাদে সংবাদ সম্মেলন শ্যামনগরে গাছের সাথে ধাক্কা খেয়ে সড়কে ভ্যান চালকের মৃত্যু রাজশাহীর মোহনপুরে মদ পানে ৩ জনের মৃত্যু, গ্রেফতার ২ রাজশাহী মহানগর বিএনপি’র সাতটি থানার আহ্বায়ক কমিটি ঘোষণা যানজট নিরসন দুর্ঘটনা প্রতিরোধে ট্রাফিক ব্যবস্থাপনার উন্নয়নে আরএমপি’র মতবিনিময় সভা শ্যামনগরে এবার কৃষকরা আমন ধানের আশানুরুপ ফলন পেয়েছে পাবনায় পৃথক সড়ক দুর্ঘটনায় ৩ জন নিহত ১জন আহত শাজাহানপুরে বিএনপি’র চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে ছাত্রদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত মান্দায় বিল উন্মুক্তের দাবিতে জেলেদের সংবাদ সম্মেলন সভাপতির স্বৈরাচারী আচরন স্বজনপ্রীতি ও দুর্নীতিতে পাবনা শহর সমাজ সেবা কার্যালয়ের কার্যক্রম স্থবির

শ্রীমঙ্গল কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের শপথগ্রহণ ও অভিষেক অনুষ্ঠান সম্পন্ন

Reading Time: 2 minutes

মোঃ নাছির আহমেদ,শ্রীমঙ্গল:
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে, শ্রীমঙ্গল কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের ২০২৩-২০২৬ সেশনের নবনির্বাচিত কমিটির শপথগ্রহণ ও অভিষেক অনুষ্ঠান (২৭ সেপ্টেম্বর ২০২৩) বুধবার সকাল ১১টায় শহরস্থ গ্র্যান্ড তাজ রেস্টুরেন্ট অ্যান্ড পার্টি সেন্টারে অনুষ্ঠিত হয়।শ্রীমঙ্গল কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের নবনির্বাচিত সভাপতি অধ্যক্ষ দিল আফরোজ বেগমের সভাপতিত্বে ও সহ-সভাপতি সোহাইল আহমদের সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের প্রধান উপদেষ্টা, সাবেক পরিচালক স্বাস্থ্য (সিলেট বিভাগ) নন্দিত চিকিৎসক ডাক্তার হরিপদ রায়।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা মন্ডলীর অন্যতম সদস্য এবং বাংলাদেশ সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক সমিতির কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক ও মৌলভীবাজার জেলা সভাপতি শ্রী জহর তরফদার, উপদেষ্টা ও সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক সমিতির শ্রীমঙ্গল উপজেলা শাখার সেক্রেটারি শ্রী কল্যাণ দেব, উপদেষ্টা মো: ফজলুর রহমান, যতীন্দ্র মোহন দেব।অনুষ্ঠানে ৩১ সদস্য বিশিষ্ট ৩বছর মেয়াদি নতুন কমিটির দায়িত্বশীলদের শপথবাক্য পাঠ করান প্রধান অতিথি ডাক্তার হরিপদ রায়।
নতুন দায়িত্বশীলগণ হলেন-
সভাপতি: দিল আফরোজ বেগম
পল হ্যারিস রোটারি উচ্চ বিদ্যালয়
সহ-সভাপতি:
১.সঞ্জয় চক্রবর্তী
মির্জাপুর কেজি স্কুল
২. সোহাইল আহমদ
দারুল আজহার ইনস্টিটিউট
৩. মো: আলী হোসেন
ব্লু বার্ড কিন্ডারগার্টেন স্কুল
সাধারণ সম্পাদক: সঞ্জিত বিশ্বাস
ম্যারিগোল্ড কিন্ডারগার্টেন অ্যান্ড হাই স্কুল
সহ-সাধারণ সম্পাদক:
১. মো: নূর আলম
মোহাজেরাবাদ কিন্ডারগার্টেন
২. প্রভাত সরকার
কবি মমতাজ জালাল কেজি স্কুল
সাংগঠনিক সম্পাদক: মো: জাহাঙ্গীর আলম
গ্রীনওয়ার্ল্ড কিন্ডারগার্টেন
সহ-সাংগঠনিক সম্পাদক: মো: মোতাহের হোসেন
মুনলাইট ইসলামিক কেজি স্কুল, বরুনা
কোষাধ্যক্ষ: মো: আব্দুস সামাদ
শাহ মোস্তফা জেআই উচ্চ বিদ্যালয়
সহ-কোষাধ্যক্ষ: মো: শামিম মিয়া
ইকরা বাংলাদেশ শ্রীমঙ্গল
দপ্তর সম্পাদক: ছায়া রাণী দেবনাথ
মাতৃছায়া শিশুকানন
মহিলা বিষয়ক সম্পাদক:
মিনিয়ারা খাতুন
গাজী আজীজুন্নেছা মেমোরিয়াল কেজি স্কুল, বৌলাশির, শ্রীমঙ্গল
প্রচার সম্পাদক:
কেএসএম আরিফুল ইসলাম
হযরত শাহজালাল ইসলামিক কেজি স্কুল শ্রীমঙ্গল
সদস্য:
১. মো: মহসিন উল্লাহ
হযরত শাহজালাল ইসলামিক কেজি স্কুল ভৈরবগঞ্জবাজার
২. মো: আশরাফ আলী
দারুল হিকমাহ মডেল একাডেমি
৩. মো: ফরিদ উদ্দীন
ম্যাপললীপ কেজি স্কুল
৪. মো: মনিরুজ্জামান
দি মর্নিং সান কেজি স্কুল
৫. মো: ওয়াসিম মিয়া
নাজাত মডেল স্কুল
৬. নূরুন্নাহার বেগম
টু স্টার কেজি স্কুল
৭. রওশন আরা বেগম
দি লিটল ফ্লাওয়ার কেজি স্কুল
৮. আয়ান রহীম
লাইফ শাইন কেজি স্কুল
৯. প্রতিভা কুন্ডু তুলি
দ্য সানফ্লাওয়ার কেজি স্কুল
১০. ইব্রাহীম মিয়া
এভারেস্ট কেজি স্কুল
১১. শাহিদা খাতুন
আল হেরা ইসলামিক কেজি স্কুল
১২. বুশরা বেগম
সানরাইজ কেজি স্কুল, বরুণা
১৩. রুনা তরফদার
দ্য হলি চাইল্ড একাডেমি
১৪. রিনা তানজিম মৃধা
উত্তর উত্তরসুর ব্রাক প্রাথমিক বিদ্যালয় অনুষ্ঠানে শেষাংশে এক মধ্যাহ্নভোজের আয়োজন করা হয়।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com