শুক্রবার, ২১ নভেম্বর ২০২৫, ১০:৪১ পূর্বাহ্ন

News Headline :
পাবনায় “তারুণ্যের উৎসব ২০২৫”: আন্তঃকলেজ ফুটবল টুর্নামেন্টের মধ্য দিয়ে নবাগত জেলা প্রশাসকের কর্মদিবস শুরু!! গোবিন্দগঞ্জে ত্যাগী নেতাদের মাঝে বিএনপির চূড়ান্ত মনোনয়ন দেওয়ার দাবিতে বিক্ষোভ ১২০ শিক্ষার্থীদের পথচলা পুরাতন কাঠের তৈরি সাঁকো ভাঙ্গলেই সমস্যা হবে শেরপুরে নোবেল বিজয়ী প্রতিষ্ঠান গ্রামীণ ব্যাংকে দুর্বৃত্তদের আগুন লাগানোর চেষ্টা মাদক সমাজের ক্যান্সার এটা প্রতিরোধে প্রশাসনের অনিহা-শিমুল বিশ্বাস গণমাধ্যমে বিকৃত তথ্য প্রচার ইসলামপুরে বিএনপি মনোনীত প্রার্থীর পক্ষ থেকে প্রতিবাদী ব্রিফিং কৃষি অফিসের সামনে থেকে প্রণোদনার সার-বীজ পাচার রাজনৈতিক দলের পদধারী কেউ প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির কোনো পদে থাকতে পারবে না-সারজিস আলম গাবতলীতে এইচএসসি পরীক্ষা কেন্দ্রের দাবিতে শিক্ষার্থীদের রাস্তা অবরোধ এই জনপদকে যারাই পদদলিত করেছে বাঙ্গালি তাদের বিরুদ্ধে রুখে দাড়িয়েছে-শিমুল বিশ্বাস

সকল কার্যক্রম বাস্তবায়নে সচেষ্ট থেকেছি-জেলা প্রশাসক

Reading Time: 2 minutes

পাবনা প্রতিনিধি :
পাবনা জেলা প্রশাসক বিশ^াস রাসেল হোসেন পাবনা বাসীর প্রতি কৃতজ্ঞ প্রকাশ করে বলেছেন পাবনা জেলা প্রশাসক হয়ে পাবনায় আসার পর পাবনা বাসীর সহয়োগীতা এবং ভালোবাসা চিরদিন মনে থাকবে। করোনা, ডেঙ্গু, নির্বাচন, রাষ্ট্রপতির আগেমন, বিভিন্ন উন্নয়ন সহ বেশ কিছু কাজ করেছি নিষ্ঠার সাথে।সবার সহযোগীতায় বিভিন্ন সমস্যা সমাধান করা সম্ভব হয়েছে। জনপ্রতিনিধি, সরকারী কর্মকর্তা, রাজনৈতিক ব্যাক্তি, সাংবাদিক সহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষের সহযোগী পেয়েছি। সরকারের নির্দেশিত সকল কার্যক্রম বাস্তবায়নে সচেষ্ট থেকেছি।
রবিবার সকালে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে পাবনা জেলা উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভা তিনি এসব কথা বলেন। সভা সুত্রে জানাযায়, জেলা প্রষাসকের বিদায় কালে সবাই তাকে মঙ্গল কামনা করেন। জেলা সমাজ সেবা কার্যালয়ের মাধ্যমে জেলায় ১ লক্ষ ৬৭ হাজার ভাতা ভোগীর মাঝে ২শ ২০ কোটি টাকা দেয়া হয়। ফসলি জমিতে মাটি কাটা হচ্ছে এসব বন্ধ করতে, ওয়েব পোর্টাল আপডেট করতে হবে। উননয়ন কাজের তালিকা করতে হবে। শতভাগ বিদুতায়ন হয়েছে, নতুন সংযোগের জন্য আবেদন করলে ৭ থেকে ১৮ দিনের মধ্যে সংযোগ দেয়া হচ্ছে। পাবনা বিদুৎ বিভাগ ট্রান্সমিটার চুরিরোধে বিষেশ অবদানের জন্য রাজশাহী বিভাগে শ্রেষ্ট হয়েছে। চামড়া সংরক্ষণের জন্য ব্যবস্থা নেয়া হবে। ৬০ কোটি টাকা ব্যায়ে সুজানগর , চাটমোহর ও ভাঙ্গুড়া পৌরসভার পানি সরবরাহ ব্যবস্থা সম্পুর্ণরুপে অকার্যকর রয়েছে। মডেল মসজিদেও বিদুৎ বিল সমস্যা সমাধান। প্রাকৃতিক দুর্যোগ তথ্য দ্রæত জেলা প্রশাসন কে অবহিত করতে হবে। অনাবাদী জমি আবাদ যোগ্য করার ব্যবস্থাসহ বিভিন্ন বিষয় সিদ্ধান্ত হয়। জেলা প্রশাসক বিশ^াস রাসেল হোসেনের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন জেলা পরিষদেও প্রধান নির্বাহী কর্মকর্তা অতুল কুমার মন্ডল, অতিরিক্ত জেলা প্রশাসক শরীফ আহমেদ, এএসপি আরজুমা, পোবনা প্রেস ক্লাব সভাপতি এবিএম ফজলুর রহমান, সংবাদ পত্রপরিষদেও সভাপি আবদুল মতীন খান, চাটমোহর উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল হামিদ মাষ্টার, সাথিয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান আল মাহমুদ দোলোয়ার, এলজিইডি’র নির্বাহী প্রকৌশলী আনিসুর রহমান মন্ডল, সড়ক ও জনপথ অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী আবুল মনসুর আহমেদ, গনপুর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী ফয়সাল আহমেদ, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী আতিকুল ইসলাম, জেলা শিক্ষা কর্মকর্তা রোস্তম আলীহেলালী, চেম্বার্স সভাপতি সাইফুল আলম, জেলা প্রাথমিক কর্মকর্তা নিখিল চন্দ্র হালদার, বেড়া পানি উন্নয়ন বোর্ডেও নির্বাহী প্রকৌশলী শুধাংশ কুমার সরকার, জেলা খাদ্য কর্মকর্তা মো. হাসান আল নাঈম, বাসস প্রতিনিধি রফিকুল ইসলাম সুইট, বিভাগীয় বন কর্মকর্তা কাশ্যপী বিকাশ কুমার,পাসপোর্ট এডি মাজহারুল ইসলাম, জেল সুপার নসির উদ্দিন প্রধান, জেলা মৎস কর্মকর্তা আবুল কালাম আজাদ, এডি বিএডিসি(বীজ) রফিকুল ইসলাম, সিনিয়র তথ্য কর্মতকর্তা মো. সামিউল আলম, বিসিকের ডিজিএম রফিকুল ইসলাম প্রমূখ।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com