সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০২:১৪ পূর্বাহ্ন
Reading Time: < 1 minute
শেখ মো. ইব্রাহীম, সরাইল ব্রাহ্মণবাড়িয়া:
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ২৭ বছর আগে তৈরি করা ব্রিজের দুইপাশে সংযোগ সড়ক নেই, ফলে চরম দূর্ভোগে পড়েছে ৪ গ্রামের হাজার হাজার মানুষ। চারপাশে বিস্তীর্ণ ফসলের মাঠ। মাঝখানে দাঁড়িয়ে আছে একটি ব্রিজ। ব্রিজের ওপর উঠার জন্য নেই কোনো সংযোগ সড়ক। খোঁজ নিয়ে জানা যায়, সরাইল উপজেলার পাকশিমুল ইউনিয়নের পরমানন্দপুর এলাকায় প্রায় আড়াই যুগ আগে আরএনএমপি-২ প্রকল্পের অধীনে ৭ লাখ টাকা ব্যয়ে নির্মিত হয় ব্রিজটি। ২৭ বছর আগে ব্রিজের নির্মাণ হলেও হয়নি সংযোগ সড়ক। ফলে ব্রিজের ওপর দিয়ে কোনো ধরনের যানবাহন ও মানুষ চলাচল করতে পারে না। মানুষ এ ব্রিজের ওপর দিয়ে না গিয়ে নিচের জমির ওপর দিয়ে তৈরি একটি সুরু রাস্তা দিয়ে চলাচল করেন। আর রাস্তাটি ডুবে গেলে নৌকা দিয়ে চলাচল করেন। পরমানন্দপুর গ্রামের বাসিন্দা আঙ্গুর মিয়া করেন, ব্রিজটি নির্মাণ করলেও জনগণের কোনো উপকারে আসছে না। ব্রিজের সঙ্গে কোনো সংযোগ সড়ক না থাকায় মালামাল সিএনজিচালিত অটোরিকশায় করে নিতে পারি না। মাথায় করে বাড়িতে আনতে হয়। স্থানীয়রা জানান, উপজেলার বরইচারা, ষাটবাড়িয়া, হরিপুর ও পরমানন্দপুরসহ আশপাশের কয়েকটি গ্রামের হাজার হাজার মানুষ এ রাস্তা দিয়ে চলাচল করেন।
স্থানীয় পরমানন্দপুর সরকারি বিদ্যালয়ের সহকারী শিক্ষক জাহাঙ্গীর শিকদার জানান, শত শত শিক্ষার্থীরাও এ সড়ক দিয়ে স্কুলে যান। এই ব্রিজে সংযোগ সড়ক না থাকায় বিকল্প রাস্তায় চলাচল করতে হয়।
উপজেলার পাকশিমুল ইউপি চেয়ারম্যান মো. কাউসার হোসেন জানান, জনগণের জন্য ব্রিজটি নির্মাণ করা হলেও সংযোগ সড়ক না থাকায় মানুষ সুফল পাচ্ছেন না। অবিলম্বে সেতুর দুই পাশে সংযোগ সড়ক নির্মাণ করে মানুষের চলাচল উপযোগী করার আহ্বান জানান। সরাইল উপজেলা উপ-সহকারী প্রকৌশলী (এলজিইডি) মো. মাসুদূর রহমান বলেন, ব্রিজের জন্য প্রজেক্টে প্রধান প্রকৌশলী বরাবর আবেদন পাঠানো হয়েছে।