সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০৮:৫৭ অপরাহ্ন

News Headline :
রাজশাহী মহানগরীতে সন্ত্রাসী কর্মকান্ডে আ’লীগের সাবেক সভাপতিসহ গ্রেফতার ৯ নওগাঁর ১নং ভাঁরশো ইউনিয়নে কৃষক দলের উদ্যোগে কৃষক সমাবেশ অনুষ্ঠিত কুষ্টিয়ায় র‌্যাবের অভিযানে ডাকাতি মামলার সাজাপ্রাপ্ত ১ আসামি গ্রেফতার রাজশাহীতে ফের বাস ও সিএনজি চালকের সংঘর্ষ আহত ২ রাজশাহীর পুঠিয়ায় ইটের মাপ কমিয়ে ক্রেতাদের সঙ্গে প্রতারণার অভিযোগ পাবনায় বালুবাহি ট্রলি চাঁপায় পুলিশ সদস্য নিহত ১জন আহত আটক ২জন বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড ঠিকাদার সমিতি’র নতুন কমিটি গঠন রাজশাহীতে ভরা মৌসুমে সারের তীব্র সংকট! আলু বীজ রোপণ করতে পারছেন না চাষিরা! দৈনিক আজকালের খবর পত্রিকা’র সাংবাদিক না ফেরার দেশে চলে গেলেন আন্তর্জাতিক অভিবাসী দিবস ও জাতীয় প্রবাসী দিবস উদযাপন উপলক্ষ্যে আলোচনা সভা চেক বিতরণ ও সম্মাননা প্রদান অনুষ্ঠান

সরাইলে স্বাধীনতার ৫০ বছর পর এক প্রবাসীর উদ্যোগে ব্রীজ নির্মাণ

Reading Time: < 1 minute

শেখ মো. ইব্রাহীম, সরাইল ব্রাহ্মণবাড়িয়া :
ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার শাহজাদাপুর ইউনিয়নে স্বাধীনতার ৫০ বছর পর ব্রীজের মুখ দেখলেন এলাকাবাসী। সরকারিভাবে খোয়ালাপাড় নদী উপর ব্রীজ নির্মাণের জন্য ৩ গ্রামের হাজার হাজার মানুষ যুগ যুগ ধরে দাবি জানিয়ে আসলেও স্বাধীনতার ৫০ বছরেও এলাকাবাসীর দাবি পূরণ হয়নি। জনপ্রতিনিধিদের আশ্বাসেই পার হয়েছে দীর্ঘ ৫০টি বছর। অবশেষে ব্যক্তি উদ্যোগে ব্রীজ নির্মাণে এগিয়ে এসেছেন উপজেলার শাহাজাদাপুর গ্রামের মধু মিয়া খাদেমের পুত্র প্রবাসী ইমরান হোসেন খসরু খাদেম। নিজ অর্থায়নে ব্রীজ নির্মাণ করে দিয়েছেন খোয়ালাপাড় নদীর উপর। প্রবাসী খসরু খাদেম এর আর্থিক অনুদানে ব্রীজ নির্মাণ কাজ বাস্তবায়ন করেছেন শাহজাদাপুর গ্রামবাসী। ব্রীজটি নির্মিত হওয়ায় শাহজাদাপুর গ্রামবাসীসহ আশ-পাশের তিন গ্রামের ৩০ হাজার মানুষের যাতায়াতের সুযোগ সৃষ্টি হয়েছে। বছরের পর বছর ধরে এলাকার হাজার হাজার মানুষ ব্রীজের অভাবে কষ্ট করে যেখানে নৌকাযোগে পারাপার হতেন সেখানে অনায়াসে এখন এই ব্রীজের উপর দিয়ে হেঁটে পারাপার হতে পারছেন। নিজ উদ্যোগে এলাকাবাসীর দুঃখ কষ্টের কথা চিন্তা করে সূদূর প্রবাস থেকে খসরু খাদেম নিঃস্বার্থভাবে নিজের কষ্টার্জিত অর্থ দিয়ে এই ব্রিজটি নির্মাণ করে দেওয়ায় খুশি এলাকার ৩০ হাজার মানুষ।
অবহেলিত এলাকাবাসীরা বলেন, জনসেবার মহৎ ইচ্ছা থাকলে অসাধ্যকে যে সাধন করা যায় তার এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন প্রবাসী খসরু খাদেম। শুধু ব্রীজের অর্থায়ন নয় ইতিপ‚র্বে শাহজাদাপুর গ্রামে বিদ্যুৎ সংযোগেও সাধ্যমত অর্থ দিয়ে সহযোগিতা করেছিলেন তিনি। এছাড়াও গ্রামের মানুষের যে কোনো প্রয়োজনে তিনি আর্থিক সাহায্য দিয়ে আসছেন সুদূর প্রবাস থেকে।
সাবেক চেযারম্যান মোঃ সিরাজুল ইসলাম খাদেম বলেন, আমি চেযারম্যান হযে যে কাজটি করতে পারিনি তা খসরু খাদেম এই কাজটি করে গ্রামকে দেখিযে দিয়েছেন। এতে গ্রামের মানুষ অনেক খুশি। এখন আর নৌকা লাগবেনা সরাসরি যানবাহন দিয়ে বাডেিত যেতে পারবে।সেই সাথে এই ব্রীজটি চলাচলের স্থায়ী ব্যবস্থা হিসেবে পাকা ব্রিজ নির্মাণের জন্য সরকারের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের প্রতি ফের দাবি জানিয়েছেন এলাকাবাসী।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com