বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী ২০২৫, ১০:০২ অপরাহ্ন
Reading Time: < 1 minute
নিজস্ব সংবাদদাতা, পাবনা:
দৈনিক বাংলাদেশের খবর পত্রিকার পাবনার ভাঙ্গুড়া উপজেলা প্রতিনিধি, ভাঙ্গুড়া প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক ও উপজেলার চকলক্ষ্মীকোল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আবুল হাসান সিদ্দিকী হেলাল ইন্তেকাল করেছেন(ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল আনুমানিক ৪৫ বছর।গত মঙ্গলবার রাত দেড়টার দিকে নিজ বাসভবনে তিনি মারা যান। মৃত্যুকালে তিনি মাতা-পিতা, স্ত্রী ও দুই সন্তানসহ অসংখ্য আত্মীয়-স্বজন রেখে গেছেন।
আজ বুধবার বেলা ১১টায় সরকারি ভাঙ্গুড়া ইউনিয়ন হাইস্কুল মাঠে প্রথম জানাযা ও মরহুমের গ্রামের বাড়ি উপজেলার কৈডাঙ্গায় দ্বিতীয় জানাযা নামাজ শেষে স্থানীয় কবরস্থানে তাকে দাফন করা হয়। তার মৃত্যুতে উপজেলার বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও স্থানীয় সংবাদকর্মীরা গভীর শোক ও দুঃখ প্রকাশ করছেন।