বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫, ০৭:০৭ অপরাহ্ন
Reading Time: < 1 minute
আশি, শ্যামনগর সাতক্ষীরা:
সাতক্ষীরা শ্যামনগর উপজেলার গাবুরা ইউনিয়নে পাশেমারি গ্রামে টেকের হাট এলাকায় বহু দিন ধরে শফিকুল {৪০}ও আশরাফুনেচছা{ ৩০]দম্পতি বসাবস করে আসছিল কিন্তু মঞ্জলবার ভোরে আনুমানিক ৪:৩০মিনিটে পারিবারিক কলহের জের ধরে আশরাফুনেচছার সামী শফিকুল তাকে নির্যাতন করে হত্যা করে। এ সময় আশরাফুনেচছা ছয় মাসের অন্তসতা ছিল। ও বর্তমানে তার দুটি কন্যা সন্তান আছে।