শুক্রবার, ২১ নভেম্বর ২০২৫, ০২:২৮ অপরাহ্ন

News Headline :
পাবনায় “তারুণ্যের উৎসব ২০২৫”: আন্তঃকলেজ ফুটবল টুর্নামেন্টের মধ্য দিয়ে নবাগত জেলা প্রশাসকের কর্মদিবস শুরু!! গোবিন্দগঞ্জে ত্যাগী নেতাদের মাঝে বিএনপির চূড়ান্ত মনোনয়ন দেওয়ার দাবিতে বিক্ষোভ ১২০ শিক্ষার্থীদের পথচলা পুরাতন কাঠের তৈরি সাঁকো ভাঙ্গলেই সমস্যা হবে শেরপুরে নোবেল বিজয়ী প্রতিষ্ঠান গ্রামীণ ব্যাংকে দুর্বৃত্তদের আগুন লাগানোর চেষ্টা মাদক সমাজের ক্যান্সার এটা প্রতিরোধে প্রশাসনের অনিহা-শিমুল বিশ্বাস গণমাধ্যমে বিকৃত তথ্য প্রচার ইসলামপুরে বিএনপি মনোনীত প্রার্থীর পক্ষ থেকে প্রতিবাদী ব্রিফিং কৃষি অফিসের সামনে থেকে প্রণোদনার সার-বীজ পাচার রাজনৈতিক দলের পদধারী কেউ প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির কোনো পদে থাকতে পারবে না-সারজিস আলম গাবতলীতে এইচএসসি পরীক্ষা কেন্দ্রের দাবিতে শিক্ষার্থীদের রাস্তা অবরোধ এই জনপদকে যারাই পদদলিত করেছে বাঙ্গালি তাদের বিরুদ্ধে রুখে দাড়িয়েছে-শিমুল বিশ্বাস

সারাদিন ধরে বৃষ্টি হলেও এতটুকুও কমেনি ভক্তদের ভিড় কলকাতার ইসকনের রথযাত্রার মেলা প্রাঙ্গণ

Reading Time: < 1 minute

শম্পা দাস ও সমরেশ রায়, কলকাতা :
সারাদিন ধরে বৃষ্টি হলেও এতটুকুও কমেনি ভক্তদের ভিড় কলকাতার ইসকনের রথযাত্রার মেলা প্রাঙ্গণ। রবিবার রাত্রি থেকে বৃষ্টি অঝোরে নামলেও এবং সোমবার সারাদিন ধরে বৃষ্টি হলেও, ভক্তদের ভিড় এতটুকুও কমতে দেখা যায়নি মেলা প্রাঙ্গণে।
যত বেলা যায় এই বৃষ্টির মধ্যেও ভক্তরা ভিড় জমাতে থাকে মেলা প্রাঙ্গণের বিভিন্ন স্থানে,সাথে সাথে চলছে মেলা প্রাঙ্গণের বিভিন্ন সাংস্কৃতিক মঞ্চে নাম গানের অনুষ্ঠান, নৃত্যের অনুষ্ঠান ,
শুধু ভক্তবৃন্দরাই নয়, দিক দিগন্ত থেকে অফিস যাত্রীরা ভিড় জমাতে থাকে এই মেলা প্রাঙ্গণে, এমনকি ভোগের লাইনে ধৈর্য ধরে দেখা যায় , ছাতা মাথায় দিয়েও ভোগ নেওয়ার জন্য।,
একদিকে সারাদিন প্রচন্ড বৃষ্টি বৃষ্টির ফলে মেলা প্রাঙ্গণের পাশে একটি জলের গাড়ির চাকা বসে যায় , ভক্তদের চেষ্টায় সেই গাড়ির জল ফেলে, গাড়ির চাকা তুলতে, শুধু তাই নয় মেলা প্রাঙ্গনে চতুর্দিকে জল জমে একটা অন্যরকম পরিবেশ সৃষ্টি হয়েছে। তার মধ্য দিয়েই ভক্তরা ভিড় জমিয়েছেন এবং তাদের ধনী মুখে মুখে প্রচারিত হচ্ছে, সারাদিন বর্ষার ফলে যাতে কোনরকম দুর্ঘটনা না ঘটে, তার জন্য ইলেকট্রিক সাপ্লাইয়ের লোক থেকে শুরু করে প্রশাসনের অফিসারেরা সারাক্ষণ নজরদারি রাখছেন ,যাতে কোন রকম দুর্ঘটনা না ঘটে এবং এই সুন্দর ভরে ওঠা মেলা প্রাঙ্গণ যাতে ম্লান না হয়ে যায়। এর সাথে সাথে বিভিন্ন ইসকনের সদস্যরা, পরিদর্শন করছেন সারা মেলা, যেখানে বৃষ্টির ফলে রাস্তায় কোনরকম বিপদ দেখা দিচ্ছে বা রাস্তা পিছল হচ্ছে , সাথে সাথে সেই জায়গাটা মেরামত করার চেষ্টা করছেন, যাতে দর্শনার্থীদের কোন রকম অঘটন না ঘটে। কলকাতার ইসকনের রথযাত্রা, যে অন্যরকম আকর্ষণ এনে দেয় দর্শকদের ও ভক্তবৃন্দদের , তাহাদের কাছে জল ঝড়বৃষ্টি কোন বাধাই আটকাতে পারে না, আজ মেলা প্রাঙ্গনে সেটা দেখা গেল , সারাদিন ধরে যতই বৃষ্টি হোক ,দুর-দূরান্ত থেকে ভক্তবৃন্দরা মেলা প্রাঙ্গনে আসতে শুরু করেছে এবং সন্ধ্যের মধ্যে মেলা প্রাঙ্গণ ভরিয়ে তুলেছেন জগন্নাথের জয়ধ্বনিতে।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com