রবিবার, ১২ জানুয়ারী ২০২৫, ০২:১৬ অপরাহ্ন

News Headline :
মানববন্ধনের প্রতিবাদে সংবাদ সম্মেলন শ্যামনগরে গাছের সাথে ধাক্কা খেয়ে সড়কে ভ্যান চালকের মৃত্যু রাজশাহীর মোহনপুরে মদ পানে ৩ জনের মৃত্যু, গ্রেফতার ২ রাজশাহী মহানগর বিএনপি’র সাতটি থানার আহ্বায়ক কমিটি ঘোষণা যানজট নিরসন দুর্ঘটনা প্রতিরোধে ট্রাফিক ব্যবস্থাপনার উন্নয়নে আরএমপি’র মতবিনিময় সভা শ্যামনগরে এবার কৃষকরা আমন ধানের আশানুরুপ ফলন পেয়েছে পাবনায় পৃথক সড়ক দুর্ঘটনায় ৩ জন নিহত ১জন আহত শাজাহানপুরে বিএনপি’র চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে ছাত্রদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত মান্দায় বিল উন্মুক্তের দাবিতে জেলেদের সংবাদ সম্মেলন সভাপতির স্বৈরাচারী আচরন স্বজনপ্রীতি ও দুর্নীতিতে পাবনা শহর সমাজ সেবা কার্যালয়ের কার্যক্রম স্থবির

সাহাবুদ্দিন চুপ্পু বিনোদন পার্ক এখন অন্যতম সম্মানের বিনোদন কেন্দ্র

Reading Time: < 1 minute

দৈনিক সারাবাংলা ডেস্ক:
বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ সাহাবুদ্দিন চুপ্পু বিনোদন পার্ক পাবনা জেলা শহরের জুবিলি ট্যাঙ্ক এলাকায় অবস্থিত একটি উদ্যান ও বিনোদন কেন্দ্র। পাবনা পৌরসভা এর উদ্যোগে ২০২০ সালে এই পার্কটি স্থাপন করা হয়। দেড় দশক আগে পৌরসভা চারপাশে এসএস স্টিলের বেষ্টনী ও পায়ে হাঁটার রাস্তা নির্মাণ করে। এই সংস্কারের ধারাবাহিকতায় ৩ বছর আগে পাবনা পৌরসভা পাবনার কৃতী সন্তান বাংলাদেশের সাবেক দুদক কমিশনার ও কেন্দ্রীয় আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য এবং বাংলাদেশের ২২ তম রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন চুপপুর সম্মানে এই জুবিলী পুকুরের নামকরণ করে বীর মুক্তিযোদ্ধা মো. সাহাবুদ্দিন চুপ্পু বিনোদন পার্ক। মহারানি ভিক্টোরিয়ার রাজত্বকালের সিলভার জুবিলি স্মরণে ১৮৮৭ খ্রিস্টাব্দে তাঁতিবন্দের জমিদার বিজয় গোবিন্দের বৈমাত্রেয় ভাই অভয় গোবিন্দ পাবনা শহরে একটি বড় জলাশয় বা পুকুর খনন করেন। আদর্শ পানীয় জলের জন্যই এটি খনন করা হয়। চারপাশে শান বাঁধানো পুকুরটির একপাশে দোতলা ভবন নির্মাণ করা হয়। দীর্ঘকাল এটি শহরবাসীর বা এলাকাবাসীর গোসলসহ পানীয় জলের অভাব পূরণ করলেও এক পর্যায়ে কালের বিবর্তনে এটি প্রায় ধ্বংস হতে বসে। সাহাবুদ্দিন চুপ্পু বিনোদন পার্ক হওয়ার পরে এটি বিনোদন স্পটসহ বিপুল সংখ্যক নারী পুরুষ এখানে অপরাহ্ণ ও প্রাতঃভ্রমণ করে থাকেন। দুই বছর আগে এখানে সাহাবুদ্দিন চুপ্পু ফিটনেস ক্লাব প্রতিষ্ঠা করা হয়।প্রতিবছর এই পার্ক ঈদকে সামনে রেখে সাজানো হয়। ঈদের আগে ও পরে পুরো এক সপ্তাহ ধরে বিনোদন প্রেমীরা এখানে ভিড় করেন। মো. সাহাবুদ্দিন বাংলাদেশের ২২তম রাষ্ট্রপতি হিসেবে শপথ গ্রহণ করায় এটি আরো আকর্ষণীয় হয়ে উঠে। পার্কের চারপাশে এবং ভেতরে নানা রঙের আলোয় অনুপম সাজে সাজানো হয়। এখানে সারাদিনই নানা শ্রেণি পেশার মানুষের বিচরণ থাকলেও বিকাল থেকে রাত ১০টা পর্যন্ত বিনোদন প্রেমীদের অন্যতম আনন্দ স্পটে পরিণত হয়েছে। পার্কের পাশেই রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের বাড়ি। রাষ্ট্রপতির নামের বিনোদন পার্ক এখন পাবনাবাসীর অন্যতম এক আবেগের এবং সম্মানের বিনোদন কেন্দ্রে পরিণত হয়েছে। এই পার্ক এখন পাবনাবাসীর সম্মানের ও গর্বের।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com