শুক্রবার, ১০ জানুয়ারী ২০২৫, ০৬:২৩ অপরাহ্ন
Reading Time: < 1 minute
সংবাদ বিজ্ঞপ্তি :
র্যাব-১২’র অভিযানে সিরাজগঞ্জের রায়গঞ্জে ৪২৩ বোতল ফেন্সিডিলসহ মাদক কারবারী এমদাদুল আটক; মটরসাইকেল জব্দ। মোঃ মারুফ হোসেন পিপিএম অধিনায়ক, র্যাব-১২, সিরাজগঞ্জ এর দিক নির্দেশনায় ১৩ ফেব্রæয়ারী ২০২৩ খ্রিঃ দুপুর ১.৩০ ঘটিকায় র্যাব-১২’র স্পেশাল কোম্পানীর একটি চৌকষ আভিযানিক দল সিরাজগঞ্জ জেলার রায়গঞ্জ থানাধীন ঢাকা টু বগুড়া মহাসড়কের পূর্ব পার্শ্বে চান্দাইকোনা বাইপাস মোড়স্থ জমজম দই ঘরের সামনে একটি মাদক বিরোধী অভিযান চালিয়ে ৪২৩ (চারশত তেইশ) বোতল ফেন্সিডিলসহ ০১ জন মাদক কারবারীকে গ্রেফতার করেছে। এছাড়া ও তাহার সাথে থাকা মাদক ক্রয়-বিক্রয় ও বহনের কাজে ব্যবহৃত ০১ টি মটরসাইকেল এবং ০৩ টি মোবাইল জব্দ করা হয়। গ্রেফতারকৃত আসামীঃ ১। মোঃ এমদাদুল হক, পিতা মোঃ সাইদুল ইসলাম, সাং- টেংরিয়া পশ্চিম ঝাড়বাড়ি, থানা- হরিপুর, জেলা- ঠাকুরগাঁও।প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, আসামী দীর্ঘদিন যাবৎ লোক চক্ষুর আড়ালে সিরাজগঞ্জ জেলাসহ বিভিন্ন জেলায় মাদক ক্রয়-বিক্রয় করে আসছিলো। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে মামলার কার্যক্রম প্রক্রিয়াধীন।
স্বাক্ষরিত.-মোঃ এরশাদুর রহমান, সিনিয়র সহকারি পুলিশ সুপার ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার সিপিএসসি, সিরাজগঞ্জ,র্যাব-১২।