শনিবার, ১১ জানুয়ারী ২০২৫, ০৪:০৬ অপরাহ্ন
Reading Time: < 1 minute
মোঃ আমানুল্লাহ আমান, সিরাজগঞ্জ :
সিরাজগঞ্জে র্যা বের অভিযানে চোরাই মোটরসাইকেল ২জন গ্রেফতার হয়েছে র্যা্বের হাতে।
গত (৮জুলাই) বুধবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে র্যা ব-১২ এর স্পেশাল কোম্পানীর ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার,সহকারী পুলিশ সুপার মি. জন রানা এর নেতৃত্বে কোম্পানীর একটি আভিযান দল সিরাজগঞ্জ জেলার তারাশ থানাধীন মাগুড়া বিনোদ মৌজাস্থ জৈনক মোঃ লাবু মন্ডল বাড়ি থেকে একটি চোরাই মোটরসাইকেল উদ্ধার করা হয়। এ সময় ২জনকে আটক করা হয়। আটককৃতরা হলেন,চাঁচকোর গারিশাপাড়া মোঃ মন্তাজ সোনার ছেলে মোঃ সোহেল রানা @ রানা (২৭) ও চাঁচকোর খলিফাপাড়ার মৃত শাহদাত হোসেন সরকারের ছেলে মোঃ রাকিবুল হাসান @ রকি প্রামানিক(২৪)। তারা নাটোর জেলার গুরুদাসপুর থানার বাসিন্দা।
গ্রেফতারকৃত চোরা কারবারিদের উদ্ধারকৃতদের আলামতসহ নাটোর বড়াইগ্রাম থানায় হস্তান্তর করা হয়েছে।
উল্লেখ্যগত (২জুন) বুধবার দুপুর ১২.৩০ ঘটিকার সময় মোঃ শফিকুল ইসলাম, পিতা মৃত মজিবুর রহমান, গ্রাম- আগ্রান, থানা- বড়াইগ্রাম, জেলা- নাটোর এর নিজ বাড়ী হইতে সুতির পার পুলিশ বক্সের নিচে চিনা ডাঙ্গা বিলের মাথা হতে তার ব্যবহৃত পালসার ডাবল ডিক্সের ১৫০ সিসি মোটর সাইকেল(ইঞ্জিন নং- DHYCKM53020) টি হারিয়ে যায়। উক্ত মোটর সাইকেল টি হারিয়ে যাবার পর অনেক খোজা খুজি করে না পেয়ে বড়াই গ্রাম থানায় একটি মামলা দায়ের করেন যার মামলা নং-৬ তারিখ ০৭/০৭/২০২১ ইং। পরবর্তীতে মোঃ শফিকুল ইসলাম র্যা বব-১২ এর কাছে তার হারানো মোটর সাইকেল টি উদ্ধারের আবেদন করে। উক্ত আবেদনের প্রেক্ষিতে র্যা ব-১২ এর স্পেশাল কোম্পানীর ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার, সহকারী পুলিশ সুপার মি. জন রানা এর নেতৃত্বে স্পেশাল কোম্পানীর একটি চৌকস দল আধুনিক তথ্য প্রযুক্তি ব্যবহার ও গোয়েন্দা নজরদারির মাধ্যমে উদ্ধার তৎপরতা শুরু করে।