শুক্রবার, ২৪ জানুয়ারী ২০২৫, ০৩:৫১ অপরাহ্ন
Reading Time: < 1 minute
আঃ খালেক মন্ডল,গাইবান্ধা :
গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার শান্তিরাম ইউনিয়নের খামার ধুবিন গ্রামে জমি নিয়ে বিরোধে প্রতিপক্ষের মারপিটে নূর-আলম (২৫) নামে যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন উভয়পক্ষের ৫ জন। জানা যায়, রবিবার সকালে রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় নূর-আলমের মৃত্যু হয়। তিনি ঐ গ্রামের হাফিজার রহমানের ছেলে।
এর আগে গত সোমবার (৮ জানুয়ারী) বিকালে একই গ্রামের মৃত মেনহাজের ছেলে ফুল মিয়া, খুশি মিয়া, জহুরের ছেলে আঃ কুদ্দুস, আঃ কাইয়ুম গং জমি নিয়ে বিরোধের একপর্যায়ে মোন্তাজ আলী ও তার ছেলে হামিদুলকে মারপিট করে। তাদেরকে প্রতিপক্ষের কবল থেকে রক্ষার্থে মোন্তাজ আলীর ভাতিজা নূর-আলম এগিয়ে গেলে ফুল মিয়া গং নূর-আলমকেও এলোপাতারি মারপিট করে। এতে উভয় পক্ষের অন্ততঃ ৫জন আহত হন। তাদের মধ্যে হামিদুল ও নূর-আলমকে গাইবান্ধা সদর আধুনিক হাসপাতালে ভর্তি করান স্বজনরা।
তাদের মধ্যে অবস্থা বেগতিক দেখে কর্তব্যরত চিকিৎসক নূর-আলমকে রমেক হাসপাতালে স্থানান্তরিত করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় নূর-আলমের মৃত্যু হয়। থানার নিরস্ত্র পুলিশ পরিদর্শক (ওসি-তদন্ত) মিলন কুমার চ্যাটার্জী, এসআই আবু তালেবসহ সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থল পরিদর্শন পূর্বক পার্শ্ববর্তী কঞ্চিবাড়ি ইউনিয়নের সতীরজান কুমারেরভিটা গ্রামের ছলিমুদ্দীনের ছেলে সাজু মিয়াকে গ্রেপ্তারে সক্ষম হন।
থানা অফিসার ইনচার্জ মাহবুব আলম এ ঘটনায় মামলা ও গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।