শুক্রবার, ২১ নভেম্বর ২০২৫, ১০:৩৫ পূর্বাহ্ন

News Headline :
পাবনায় “তারুণ্যের উৎসব ২০২৫”: আন্তঃকলেজ ফুটবল টুর্নামেন্টের মধ্য দিয়ে নবাগত জেলা প্রশাসকের কর্মদিবস শুরু!! গোবিন্দগঞ্জে ত্যাগী নেতাদের মাঝে বিএনপির চূড়ান্ত মনোনয়ন দেওয়ার দাবিতে বিক্ষোভ ১২০ শিক্ষার্থীদের পথচলা পুরাতন কাঠের তৈরি সাঁকো ভাঙ্গলেই সমস্যা হবে শেরপুরে নোবেল বিজয়ী প্রতিষ্ঠান গ্রামীণ ব্যাংকে দুর্বৃত্তদের আগুন লাগানোর চেষ্টা মাদক সমাজের ক্যান্সার এটা প্রতিরোধে প্রশাসনের অনিহা-শিমুল বিশ্বাস গণমাধ্যমে বিকৃত তথ্য প্রচার ইসলামপুরে বিএনপি মনোনীত প্রার্থীর পক্ষ থেকে প্রতিবাদী ব্রিফিং কৃষি অফিসের সামনে থেকে প্রণোদনার সার-বীজ পাচার রাজনৈতিক দলের পদধারী কেউ প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির কোনো পদে থাকতে পারবে না-সারজিস আলম গাবতলীতে এইচএসসি পরীক্ষা কেন্দ্রের দাবিতে শিক্ষার্থীদের রাস্তা অবরোধ এই জনপদকে যারাই পদদলিত করেছে বাঙ্গালি তাদের বিরুদ্ধে রুখে দাড়িয়েছে-শিমুল বিশ্বাস

স্কুল ছাত্রীর অশ্লীল ভিডিও ধারণের অপরাধে যুবক গ্রেপ্তার

Reading Time: 2 minutes

শাহরিয়ার মিল্টন,শেরপুর:
শেরপুরের নালিতাবাড়ীতে চতুর্থ শ্রেণিতে পড়ুয়া একস্কুলছাত্রীকে যৌনপীড়ন ও অশ্লীল ভিডিও চিত্র ধারণ করার চা ল্যকর মামলায় অন্তর মিয়া (২৪) নামে এক যুবককে গাজীপুরের শ্রীপুর এলাকায় অভিযান চালিয়ে গ্রেপ্তার করেছে র‌্যাব-১৪। মঙ্গলবার (১৫ আগষ্ট) দুপুরে তাকে নালিতাবাড়ী থানায় হস্তান্তর করা হয়েছে। এর আগে সোমবার রাতে গাজীপুরের শ্রীপুর থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার হওয়া অন্তর মিয়া উপজেলার মরিচপুরান এলাকার ভুট্টুমিয়ার ছেলে।র‍্যাব-১৪ জামালপুরের কোম্পানী কমান্ডার স্কোয়াড্রন লিডার আশিক উজ্জামান জানান, ভিকটিম নালিতাবাড়ী উপজেলার মরিচপুরান সরকারী প্রাথমিক বিদ্যালয়ে চতুর্থ শ্রেণিতে পড়ুয়া ছাত্রী। ২০১২ সালে ওই ছাত্রীর বাবা-মার বিয়ে বিচ্ছেদের পর সে তার নানীর বাড়িতেই থাকতো। সেই সুবাদে ভিকটিম তার নানীর বাড়িতে থেকে পড়াশুনা করতো। প্রতিদিনের ন্যায় স্কুল থেকে বাড়ি ফেরার পথে ছাত্রীটির নানীর বাড়ির পাশে স্থানীয় ময়দান আলীর বাড়ির সামনে যায়। এ সময় ওই ছাত্রীকে বিভিন্ন প্রলোভন দেখিয়ে এবং তার শিশুসুলভ আচরণ ও সরল বিশ্বাসকে কাজে লাগিয়ে পরিকল্পিতভাবে ময়দান আলী তাকে কৌশলে তার ঘরে নিয়ে যায়। ওই সময় যৌন কামনা চরিতার্থ করার উদ্দেশ্যে একই গ্রামের অন্তর মিয়াএবং মোনায়েম নামে দুই যুবক ময়দান আলীর ঘরে আগে থেকেই ওঁৎ পেতে থাকে। এ সময় ময়দান আলী ওই ছাত্রীকে ঘরে ভিতর রেখে বাইরে থেকে দরজা বন্ধ করে দেয়।এক পর্যায়ে অন্তর মিয়া এবং মোনায়েম ছাত্রীকে ভয়ভীতি দেখিয়ে জোর পূর্বক তার পরনে থাকা স্কুলড্রেস খুলে নগ্ন করে মোবাইলে ভিডিও ধারণ করে এবং তাদের যৌন কামনা চরিতার্থ করার উদ্দেশ্যে শরীরের বিভিন্ন স্পর্শকাতর স্থানে হাত দিয়ে যৌন পীড়ন করে। এ সময় ভয়ে কান্নাকাটি ও চিৎকার করতে থাকলে ঘরের দরজা খুলে ওই স্কুল ছাত্রীকে তারা ছেড়ে দেয়। সে বাড়িতে চলে আসে এবং ভয়ে স্বজনদের কাউকে এ ঘটনার বিষয়ে কিছু জানায়নি। পরবর্তীতে অন্তর মোবাইলে ধারণকৃত ভিডিও এলাকার বিভিন্ন লোকের মোবাইল ফোনে ছড়িয়ে দিলে তা ছাত্রীর নানীর নজরে আসে এবং জিজ্ঞাসাবাদে সব ঘটনা ওই ছাত্রী খুলে বলে।আশিক উজ্জামান বলেন, পরে বৃদ্ধ নানী নালিতাবাড়ী থানায় হাজির হয়ে পর্ণোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে। এ ঘটনা বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ায় প্রচার হলে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। এর পর থেকে
অন্তর গ্রেপ্তার এড়াতে দেশের বিভিন্ন জেলায় আত্মগোপনে ছিল। এরই সূত্র ধরে
বিভিন্ন তথ্য উপাত্ত সংগ্রহ ও বিশ্লেষণের মাধ্যমে র‍্যাবের একটি আভিযানিক
দল গাজীপুরের শ্রীপুরে অভিযান চালিয়ে অন্তর মিয়াকে গ্রেপ্তার করা হয়।
আসামিকে নালিতাবাড়ী থানায় হস্থান্তর করা হয়েছে।প্রসঙ্গত, এ ঘটনায় গত ৬ আগস্ট মামলা দায়েরের পর অন্যতম অভিযুক্ত আসামী ময়দান আলীকে গ্রেপ্তার করে জেলহাজতে পাঠায় নালিতাবাড়ী থানা পুলিশ।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com