শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪, ১১:৫১ অপরাহ্ন

News Headline :
রাজশাহী মহানগরীতে ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক পিংকু-সহ গ্রেফতার ৮ জুড়ীতে বাংলাদেশে অনুপ্রবেশকালে বিজিবির হাতে আটক ৮ পাবনার ঈশ্বরদীতে যুবলীগ কর্মী মানিক হত্যা মামলার এজাহারভূক্ত আসামি গ্রেফতার গোবিন্দগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ২৯ জনের বিরুদ্ধে থানায় মামলা রংপুর বিএনপি ও আহবায়ক সামুর ভাবমূর্তি ক্ষুন্ন করতে জোরপূর্বক ভিডিও ধারণ করে অপপ্রচারের অভিযোগ মামলার বাদির নালিতাবাড়ীতে ভারতীয় মদসহ যুবক আটক কুষ্টিয়ার নিখোজ ২ এএসআই এর লাশ পদ্মা নদী থেকে উদ্ধার এবার প্রকাশ্যে এলেন ইবি শিবিরের সভাপতি ও সেক্রেটারি গোদাগাড়ীতে বিপুল পরিমান গাঁজা-সহ গ্রেফতার মাদক কারবারী ডালিম আমরণ অনশনে রাবি আইন অনুষদের শিক্ষার্থীরা

স্ট্যান্ডার্ড লাইব্রেরি তে পরিণত হলো হাবিপ্রবি’র কেন্দ্রীয় গ্রন্থাগার 

Reading Time: < 1 minute

মুরাদ হোসেন, হাবিপ্রবি দিনাজপুর : 
হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) লাইব্রেরি অটোমেশন ও ডিজিটাইজেশন প্রক্রিয়ার উদ্বোধন করা হয়েছে। এর মধ্য দিয়ে হাবিপ্রবি’র কেন্দ্রীয় গ্রন্থাগার স্ট্যান্ডার্ড লাইব্রেরি তে রুপান্তর হলো।
সোমবার(৩ এপ্রিল) দুপুর ১২ টায় লাইব্রেরিতে উক্ত কার্যক্রমের উদ্বোধন করেন হাবিপ্রবির মাননীয় ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এম. কামরুজ্জামান।
এ সময় মাননীয় ভাইস-চ্যান্সেলর মহোদয় অটোমেশন প্রক্রিয়া সংশ্লিষ্ট বিভিন্ন যন্ত্রাংশ ঘুরে দেখেন এবং এই প্রক্রিয়ার মাধ্যমে বই ইস্যু ও ফেরত প্রদানের মাধ্যমে উক্ত কার্যক্রমের উদ্বোধন করেন। এরপর ডিজিটাল লাইব্রেরি কার্ড ধারী শিক্ষার্থীরাও অটোমেশন প্রক্রিয়ার মাধ্যমে বই ইস্যু ও ফেরত প্রদান করেন।  এর আগে সকাল সাড়ে ৯ টায় অডিটোরিয়াম ২ এ লাইব্রেরি অটোমেশন ও ডিজিটাইজেশন প্রক্রিয়ার উপর একটি সেমিনার অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য শেষে হাবিপ্রবির লাইব্রেরি অটোমেশন ও ডিজিটাইজেশন প্রক্রিয়ার সাথে যুক্ত সংস্থা ইলেক্ট্রোহোম এর পক্ষ থেকে অটোমেশন প্রক্রিয়ার বিস্তারিত বিষয় স্লাইডের মাধ্যমে উপস্থাপনা করা হয়।
সেমিনারে সভাপতিত্ব করেন লাইব্রেরি অটোমেশন বান্তবায়ন কমিটির আহবায়ক এবং পরিকল্পনা উন্নয়ন ও ওয়ার্কস শাখার পরিচালক প্রফেসর ড. এ. টি. এম. শফিকুল ইসলাম, অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ডেপুটি-লাইব্রেরিয়ান জনাব মোঃ আব্দুর রউফ বিন আবেদিন এবং সঞ্চালনা করেন ডকুমেন্টেশন অফিসার জনাব উত্তম কুমার রায়। সেমিনারে উপস্থিত শিক্ষার্থীরা এই কার্যক্রমের ভূয়সী প্রশংসা করেন। রসায়ন বিভাগের মাস্টার্স প্রোগ্রামের শিক্ষার্থী  ফাকিদ শারমিন সৃষ্টি বলেন, এর মাধ্যমে লাইব্রেরি সংক্রান্ত আমাদের সকল কাজ অনেক সহজ ও ডিজিটাল প্রযুক্তি নির্ভর হয়ে গেলো। এতে জ্ঞানচর্চায়ও নতুনত্ব আসবে।
সকালের সেমিনার এবং পরে লাইব্রেরি অটোমেশন ও ডিজিটাইজেশন প্রক্রিয়ার উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিভিন্ন অনুষদের ডীনবৃন্দ, লাইব্রেরি অটোমেশন বান্তবায়ন কমিটির আহবায়ক এবং পরিকল্পনা উন্নয়ন ও ওয়ার্কস শাখার পরিচালক, লাইব্রেরিয়ান, ডেপুটি-লাইব্রেরিয়ানসহ অন্যান্য শিক্ষক, কর্মকর্তা ও সকল অনুষদের শিক্ষার্থীবৃন্দ।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com