শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ০৮:৫৫ পূর্বাহ্ন
Reading Time: 2 minutes
নিজস্ব সংবাদদাতা, পাবনা :
নির্বাচন কমিশন ঘোষিত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে পাবনার ৫টি আসনের বিভিন্ন দলের প্রাথীরা উৎসব ও আনন্দঘন পরিবেশে মনোনয়নপত্র দাখিল করেছেন। পাবনার ৫টি আসনের মধ্যে ৪টিতে স্বতন্ত্র প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দিতা করলেও পাবনা সদর ৫ আসন স্বতন্ত্র মুক্ত।
বৃহস্পতিবার (৩০ নভেম্বর) দুপুরের পর রিটানিং ও সহকারি রিটানিং কর্মকর্তাদের কাছে মনোনয়নপত্র দাখিল করেন তারা। ক্ষমতাসীন দল আওয়ামীলীগ, স্বতন্ত্র প্রার্থী, জাতীয় পাটি, বিএনএম, জাকের পাটি, ওয়ার্কাস পাটি সহ বিভিন্ন দলের প্রার্থীরা তাদের মনোনয়নপত্র দাখিল করেন। পাবনা-৫ আসনের আওয়ামীলীগ দলীয় প্রার্থী গোলাম ফারুক প্রিন্স এমপি, বাংলাদেশ ওয়াকার্স পাটির কমরেড জাকির হোসেন, জাতিয় পার্টির আব্দুল কদর খান, জাকের পার্টির মোঃ মফিজ উদ্দিন প্রাং, ন্যাশনাল পিপলস পার্টির আবু দাউদ ও তৃনমুল বিএনপি’ আফজাল হোসেন বটু মনোনয়নপত্র জমা দেন রিটানিং কর্মকর্তার কাছে। এদিকে পাবনা-৪ আসনের আ.লীগ প্রার্থী গালিবুর রহমান শরীফ, পাবনা-২ আসনে আ.লীগ প্রার্থী আহমেদ ফিরোজ কবির এমপি, স্বতন্ত্র প্রার্থী সাবেক সংসদ আওয়ামীলীগ নেতা খোন্দকার আজিজুল হক আরজু, বিএনএম থেকে সঙ্গীত শিল্পী ডলি সায়ান্তনী, পাবনা-৩ আসনে বর্তমান সংসদ সদস্য মকবুল হোসেন, স্বতন্ত্র প্রাথী আওয়ামীলীগ নেতা আব্দুল হামিদ মাস্টার মনোনয়নপত্র দাখিল করেন।
পাবনা ১ আসনে আওয়ামীলীগ দলীয় মনোনয়ন পেয়েছেন বর্তমান সংসদ সদস্য ও ডিপুটি স্পিকার আ্যাডভোকেট শামসুল হক টুকু, স্বতন্ত্র প্রার্থী হিসাবে মনোনয়ন পত্র জমা দিয়েছেন সাবেক তথ্য মন্ত্রী অধ্যাপক আবু সাইয়িদ। পাবনা ২ আসনে দলীয় মনোনয়ন পেয়েছেন বর্তমান সংসদ সদস্য আহমেদ ফিরোজ কবির, স্বতন্ত্র প্রার্থী হয়েছেন আওয়ামীলীগ নেতা সাবেক সংসদ সদস্য খন্দকার আজিজুর হক আরজু, আওয়ামীলীগ নেতা মোঃ আব্দুল আজিজ খান, পাবনা ৩ আসনে দলীয় মনোনয়ন পেয়েছেন বর্তমান সংসদ সদস্য আলহাজ¦ মকবুল হোসেন, স্বতন্ত্র মনোনয়নপত্র জমা দিয়েছেন আওয়ামীলীগ নেতা বর্তমান চাটমোহর উপজেলার পরিষদের চেয়ারম্যান আলহাজ¦ আব্দুল হামিদ মাষ্টার, আওয়ামীলীগ নেতা মোঃ রবিউল করিম, পাবনা ৪ আসনে দলীয় মনোনয়ন পেয়েছেন সাবেক ভুমিমন্ত্রী পুত্র মোঃ গালিবুর রহান শরিফ, স্বতন্ত্র প্রার্থী হিসাবে মনোনয়ন জমা দিয়েছেন আওয়ামীলীগ নেতা সাবেক সংসদ সদস্য মোঃ পাঞ্জাব আলী বিশ^াস, পাবনা ৫ আসনে দলীয় মনোনয়ন পেয়েছেন বর্তমান সংসদ সদস্য খন্দকার গোলাম ফারুক প্রিন্স। তবে পাবনা ৫ আসনে কেউ স্বতন্ত্র প্রার্থী হিসাবে মনোনয়ন জমা দেননি। পাবনার ৫টি আসনে ৫২জন মনোনয়ন পত্র সংগ্রহ করলেও শেষ পর্যন্ত ৩৭জন প্রার্থী রিটানিং ও সহকারী রিটানিং কর্মকর্তাদের কাছে মনোনয়নপত্র দাখিল করেন। প্রার্থীদের মধ্যে কয়েকজন অনলাইনে মনোনয়নপত্র দাখিন করেন। আওয়ামীলীগ প্রার্থীরা বলেন, দলীয় মনোনয়ন পেয়ে তারা নৌকা প্রতিকের মনোনয়নপত্র দাখিল করেছেন। ভোটারদের ভোট কেন্দ্রে উপস্থিত বাড়াতে এবং উৎসবমুখর পরিবেশে নির্বাচনের আশা করেন। অন্যান্য প্রার্থীদের মতে, ভোটারদের ভোট কেন্দ্রে উপস্থিতির হার বাড়ানো বড় চ্যালেঞ্জ। জনগণের জন্য কাজ করার প্রত্যাশা ব্যাক্ত করেন। উল্লেখ্য ৩০ নভেম্বর মনোনয়ন তোলা ও জমা দানের শেষ দিন ছিলো।