admin
- ১৭ জানুয়ারী, ২০২৩ / ৯২ Time View
Reading Time: < 1 minute
মোঃ হেলাল উদ্দিন সরকার, ধুনট বগুড়া :
স্মার্ট’ বাংলাদেশ গড়তে স্মার্ট শিক্ষার্থীদের বিশেষ প্রয়োজন- মঙ্গলবার (১৭ জানুয়ারি) বগুড়া ধুনট উপজেলা গোসাঁইবাড়ি ইউনিয়ন এর ঐতিহ্যবাহী এএ উচ্চ বিদ্যালয়ের প্রধান ফটকের ভিত্তি প্রস্তর স্থাপন কালে প্রধান অতিথি,সদস্য সাংস্কৃতিক বিষয়ক কেন্দ্রীয় কমিটি ও সাধারণ সম্পাদক বাংলাদেশ আওয়ামীলীগ ধুনট উপজেলা- প্রকৌশলী আসিফ ইকবাল সনি এ কথাগুলো বলেন।
গোসাঁইবাড়ি এএ উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি শফিকুল ইসলাম শফি এর সভাপতিত্বে প্রধান ফটকের ভিত্তি প্রস্তর স্থাপন কালে উপস্থিত ছিলেন, ধুনট উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মহসিন আলম, যুবলীগের সিনিয়র সহ-সভাপতি প্রভাষকড় আলিম আল রাজী বুলেট, সাবেক ছাত্রনেতা মাইদুল ইসলাম রনি, গোসাঁইবাড়ি ইউনিয়ন আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক লিয়াকত আলী লিটন, ইউপি সদস্য শাহ আলম। এছাড়া অনুষ্ঠানে আরোও উপস্থিত ছিলেন ম্যানেজিং কমিটির অনান্য সকল সদস্য, অত্র বিদ্যালয়ের সকল শিক্ষক শিক্ষিকা ছাত্র ছাত্রী ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। প্রধান অতিথি ও ম্যানেজিং কমিটির সভাপতি বিদ্যালয়কে সুদূর পরিসরে সকলের নিকট গ্রহনযোগ্য শিক্ষা ব্যবস্থার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন ও সকল ছাত্রছাত্রীদের মাঝে তুলে ধরেন। বিদ্যালয়ের পূর্বের ঐতিহ্য ধরে রাখতে গুরুত্বআরোপ করেন।