সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০৭:৪৪ পূর্বাহ্ন
Reading Time: < 1 minute
শেখ মোঃ ইব্রাহীম, সরাইল, ব্রাহ্মণবাড়িয়া:
ব্রাহ্মণবাড়িয়ার সরাইল-অরুয়াইল সড়কের ঘাগড়াজোর ব্রীজ থেকে ভুঁইশ্বর বাজার পর্যন্ত প্রায় দুই কিলোমিটার রাস্তা দীর্ঘদিন সংস্কারের অভাবে খানাখন্দে বেহাল অবস্থা। জনসাধারণের দুর্ভোগ চরম আকার ধারণ করছে। এই রাস্তাটি সংস্কার হলেও মধ্যের অংশ যথাযথভাবে কাজ না করায় এখন তা ব্যবহারের অনুপযোগী পড়েছে। সড়কের বিভিন্ন স্থানে পিচ, সুরকি, ইট উঠে গিয়ে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। কোনো কোনো গর্তে গাড়ির চাকা পড়ে প্রায়ই যাত্রী ও পথচারীরা হাত-পা ভাঙ্গাসহ মারাত্মক আঘাত পেয়ে থাকেন। রাস্তাটি এমন অবস্থা হয়েছে যে, যানবাহন তো দূরের কথা পায়ে হেঁটেই চলাচল করা অসম্ভব। খানাখন্দ আর দু‘পাশে মাটি সরে যাওয়ায় সড়কটি এখন মরণ ফাঁদে পরিণত হয়েছে।
অরুয়াইল অটোরিকসার শ্রমিক ইউনিয়নের সেক্রেটারী মোঃ রাসেদ মিয়া জানান, এই রাস্তাটির খানাখন্দ ও ছোট বড় গর্ত দিয়ে সিএনজি চালিত অটোরিকশা ও মালবাহী যানবাহন চলাচল করতে চালক ও যাত্রীদের দুর্দশায় পড়তে হচ্ছে। যানবাহন আসা-যাওয়ার পর গাড়ি নষ্ট হয়ে যায়। এজন্য চালকরা এই রাস্তায় গাড়ি চালাতে চাই না। এতে প্রায়ই ঘটছে দুর্ঘটনা।
অরুয়াইল প্রাথমিক সহকারী শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক আসিফ ইকবাল বলেন, বেহাল সড়কে সবচেয়ে বেশি ভোগান্তি হয় রোগীদের। ভাঙাচোরা সড়কের কারণে যেমন বাড়তি সময় অপচয় হচ্ছে। যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া গুন হচ্ছে। বেহাল রাস্তায় জরুরি মুহূর্তে অথবা গুরুতর অবস্থায় রোগীরাও জরুরী সেবা থেকে বঞ্চিত হচ্ছেন। অ্যাম্বুলেন্সে বা কোনো সিএনজি অটোরিকসা করে তাদের হাসপাতালে আনতে হয়। কিন্তু অনেক সময় ড্রাইভাররা এ রাস্তায় গাড়ি চালাতে রাজি হয় না।
সরাইল উপজেলা (এলজিইডি) প্রকৌশলী মোছাঃ নিলুফা ইয়াছমীন বলেন, সড়কটি পুনঃ নির্মাণের জন্য সাড়ে চার কোটি টাকা বরাদ্ধ হয়েছে। কিছু দিনের মধ্যে সড়কের কাজ শুরু হবে।