admin
- ২৯ জানুয়ারী, ২০২৩ / ৯৮ Time View
Reading Time: < 1 minute
এস.এম.শামীম রানা, কুষ্টিয়া:
কুষ্টিয়া সরকারি কলেজ প্রতিষ্ঠার ৭৫ বছরের ইতিহাসে প্রথমবার ব্যবস্থাপনা বিভাগের রজতজয়ন্তী উৎসব-২০২৩ অনুষ্ঠিত হয়েছে। ২৮ জানুয়ারী শনিবার দিনব্যাপী সারাদেশ থেকে আগত ব্যবস্থাপনা বিভাগের সাবেক ও বর্তমান শিক্ষক-শিক্ষার্থীদের পদচারনায় মুখরিত ছিলো কলেজ প্রাঙ্গন। সকাল ৮ টায় ব্যবস্থাপনা বিভাগের শিক্ষার্থীদের গিফট বিতরনের মাধ্যমে শুরু হয় আনুষ্ঠানিকতা। এরপর সকলে একসাথে নাস্তা পর্ব শেষ করে ব্যান্ডের তালে তালে বর্ণাঢ্যা শোভাযাত্রা কুষ্টিয়া শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে কুষ্টিয়া সরকারি কলেজ অডিটোরিয়ামে আলোচনা সভা ও ২৫ বছরের স্মৃতিচারণ অনুষ্ঠানে ব্যবস্থাপনা বিভাগের বিভাগীয় প্রধান আব্দুল মতিন এর সভাপতিত্বে, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া সরকারি কলেজের অধ্যক্ষ ও ব্যবস্থাপনা বিভাগ প্রতিষ্ঠাকালিন শিক্ষক প্রফেসর কাজী মনজুর কাদির। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাধ্যক্ষ আনছার হোসেন, ব্যবস্থাপনা বিভাগের সাবেক সহযোগী অধ্যাপক নুর মোহাম্মদ, শিক্ষক পরিষদ সম্পাদক লাল মোহাম্মদ। কুষ্টিয়া সরকারি কলেজ ব্যবস্থাপনা বিভাগের সহকারি অধ্যাপক ও মার্কেটিং বিভাগের বিভাগীয় প্রধান আলতাফ হোসেন ও সহযোগী অধ্যাপক আফরোজ মেহেরুবার শৈল্পিক পরিচালনায় অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন রজত জয়ন্তী উদযাপন কমিটির আহবায়ক কুষ্টিয়া সরকারি কলেজ ব্যবস্থাপনা বিভাগেরই সাবেক শিক্ষার্থী বর্তমান সহকারি অধ্যাপক আতিকুজ্জামান, সহকারি অধ্যাপক এনামুল হক ও মাজহারুল ইসলাম। সাবেক শিক্ষার্থীদের পক্ষ থেকে বক্তব্য রাখেন প্রথম ব্যাচের শিক্ষার্থী রাশেদুজ্জামান টুটুল, ২০০৫/০৬ সেশনের শিক্ষার্থী এস.এম. শামীম রানা, কলেজ ছাত্রলীগের সভাপতি ফেরদৌস খন্দকার ও সাধারন সম্পাদক শাওন প্রমুখ। আলোচনা সভায় বক্তারা বলেন, কুষ্টিয়া সরকারি কলেজ প্রতিষ্ঠার ৭৫ বছরের ইতিহাসে প্রথমবার ব্যবস্থাপনা বিভাগ বর্ণিল রজতজয়ন্তী উৎসব আয়োজন করে ব্যবস্থাপনা বিভাগ কুষ্টিয়া সরকারি কলেজের ইতিহাসে পথপ্রদর্শক হয়ে থাকবে। দিনটি সাবেক/বর্তমান শিক্ষক -শিক্ষার্থীদের মিলন মেলা ও বর্ণিল আয়োজনের জন্য স্মরণীয় হয়ে থাকবে। অনুষ্ঠানের বক্তারা আরো বলেন এলামনাই এসোসিয়েশন গঠনের মাধ্যমে ব্যবস্থাপনা বিভাগ প্রতিবছর এমন আয়োজনে ধারা অব্যহত রাখবে এটাই প্রত্যাশা। আলোচনা সভাশেষে ব্যবস্থাপনা বিভাগের ২০০৫/০৬ সেশনের শিক্ষার্থীদের পক্ষ থেকে ঐতিহাসিক রজতজয়ন্তি উৎসব আয়োজন করায় ব্যবস্থাপনা বিভাগের শিক্ষকদের বিশেষ সম্মাননা প্রদান করা হয়।
সব শেষে মনোঙ্গ সাংস্কৃতিক অনুষ্ঠান ও র্যাফেল ড্র এর মাধমে বর্ণিল রজতজয়ন্তি অনুষ্ঠানের দিনব্যাপী আয়োজনের সমাপ্তি হয়।