শনিবার, ১৮ জানুয়ারী ২০২৫, ০৪:৪৫ পূর্বাহ্ন
Reading Time: 2 minutes
শম্পা দাস ও সমরেশ রায়, বরানগর কলকাতা থেকে :
৬ই মার্চ সোমবার সন্ধ্যে ছটায় , ১৩ নম্বর ওয়ার্ডের পৌর মাতা ডালিয়া মুখার্জির উদ্যোগে এবং বরানগর ১৩ নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেস কর্মীবৃন্দের পরিচালনায়, সুন্দর ও বর্ণ ময় বসন্ত উৎসব পালিত হল, আবিরে রঙে ও ছোট শিশুদের নৃত্যের মধ্য দিয়ে , এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাননীয় অধ্যাপক ও সাংসদ সৌগত রায়, বিধায়ক তাপস রায়, বরানগর পৌরসভার পৌর মাতা শ্রীমতি অপর্ণা মৌলিক, বরানগর পৌরসভার পৌরপ্রধান দিলীপ নারায়ণ বসু, ,কামারহাটি পৌরসভার পৌর প্রধান শ্রী গোপাল সাহা, ১৩ নম্বর ওয়ার্ডের সভাপতি গৌতম মৈত্র, এছাড়াও উপস্থিত ছিলেন বরানগর পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের পৌর পিতা ও কাউন্সিলর শ্রী অঞ্জন পাল ,রামকৃষ্ণ পাল ,জয়ন্ত রায়, শ্রীমতি উসা বেরা, শম্পা চন্দ্র, আলপনা লাহা সহ সকল সদস্য ও কর্মীবৃন্দ, এবং উপস্থিত ছিলেন এলাকার সকল বাসিন্দা ও ছোট ছোট শিশু শিল্পীরা, অনুষ্ঠান শুরুর পূর্বে সকল অতিথিদের উত্তরীয় ব্যাচ ও উপহার দিয়ে সম্মানিত করেন, এবং অতিথিরা সংক্ষিপ্ত বক্তৃতার মধ্য দিয়ে বলেন ,দুটি বছর মহামারীর কারণে ,সেই ভাবে কোন কিছু করা সম্ভব হয়নি ,এই বছর মাননীয় মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় এবং বরানগর পৌরসভার সহযোগিতায় বিভিন্ন ওয়ার্ডে এই বসন্ত উৎসব পালিত হচ্ছে ,তেমনি আজ ১৩ নম্বর ওয়ার্ডের পৌরমাতা ডালিয়া মুখার্জির উদ্যোগে আজ বসন্ত উৎসব পালিত হল,।
নেতাজি পার্ক মিলন সংঘ প্রাঙ্গনে ।।।।। সন্ধ্যে থেকেই ছিল শিশুদের উল্লাস উত্তেজনা, এবং একে অপরকে আবিরে রাঙানো ছোট থেকে বড় কেউ বাদ পড়েনি,। বিভিন্ন নাচের মধ্য দিয়েও গানের মধ্য দিয়ে বারবার রবীন্দ্রনাথকে স্মরণ করলেন যিনি এই বসন্ত উৎসবের স্রষ্টা যার গান এবং যার গানের মধ্য দিয়ে বসন্তে আগমন এবং আবিরের রংয়ের রংধনু তৈরি হয়েছে, রবীন্দ্রনাথের সুন্দর সুন্দর গানের মধ্য দিয়ে ও নৃত্যের মধ্য দিয়ে আজ বসন্ত উৎসব সবার মনে আলোরন সৃষ্টি করলো এই সুন্দর পরিবেশে সবার সহযোগিতায় এবং শিশুদের মা-বাবার উদ্যোগে, যারা শিশুদের পাশে না থাকলে, নৃত্য হোক আর সংগীত হোক শেখা সম্ভব হতো না এবং মঞ্চেম পরিবেশন করতে পারত না, আমরা কৃতজ্ঞ সেই সকল পরিবারের কাছে, আর একটা কথাই বলবো সবাই সতর্ক থাকবেন ছোট ছোট শিশুদের শতরকে রাখবেন এইটুকু কামনা করি, মাননীয় পৌর মাতা শ্রীমতি ডালিয়া মুখার্জি বলেন ,আমার পাশে যদি কেউ না সহযোগিতা করতো, হয়তো এই ধরনের অনুষ্ঠান করা সম্ভবত না ,যতটা পেরেছি আমি চেষ্টা করেছি ছোট ছোট ছেলে মেয়েদের আনন্দ দেওয়ার এবং এলাকার বাসিন্দাদের, বসন্ত উৎসবের মধ্য দিয়ে কিছুটা আনন্দ ফুটিয়ে তোলার।