শনিবার, ১৮ জানুয়ারী ২০২৫, ১১:০১ পূর্বাহ্ন
Reading Time: < 1 minute
আব্দুল্লাহ আল মামুন, খাগড়াছড়ি:
খাগড়াছড়ির রামগড়ে অবৈধ পথে আসা প্রায় ১৫লাখ টাকার ভারতীয় শাড়ি ও থ্রী পিচসহ ১জনকে আটক করেছে পুলিশ।
শনিবার মধ্যরাতে উপজেলার পাতাছড়া ইউনিয়নের বুদংছড়া এলাকায় অভিযান চালিয়ে জালিয়াপাড়াগামী একটি জাম্বুরাবাহী পিক-আপ গাড়ী(ফেনী ড ১১-০৫০৪) থেকে ৯টি বস্তাবর্তী ২১০টি ভারতীয় শাড়ী ও ২৮০পিচ ভারতীয় থ্রী পিচসহ পিকআপ চালককে আটক করা হয়। উদ্ধারকৃত শাড়ী ও থ্রী পিচের আনুমানিক মূল্য ১৪লক্ষ ২৭হাজার টাকা।
আটককৃত চালক মোঃ ইব্রাহিম মিয়া(২৪) রামগড় উপজেলার পাতাছড়া গ্রামের আব্দুল জলিলের ছেলে। এসময় গাড়ীতে থাকা আরেক আসামী পালিয়ে যায়। পলাতক আসামীর নাম মোঃ ইসমাইল সে গুইমারা উপজেলার স্কুলপাড়ার বাসিন্দা আক্কাছ আলীর ছেলে।
রামগড় থানার(ওসি তদন্ত) রাজিব চন্দ্র কর জানান, গোপন সংবাদের ভিক্তিতে পুলিশের একটি দল অভিযান চালিয়ে ভারতীয় শাড়ি ও একটি পিক-আপসহ এক ব্যক্তিকে আটক করে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।