রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ০৭:০৫ পূর্বাহ্ন
Reading Time: 2 minutes
আশরাফুল ইসলাম সবুজ,নরসিংদী:
জাতীয শোক দিবস ১৫ই আগস্ট কালো রাতে নিহত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ তাঁর পরিবারের সদস্য ও ২১শে আগস্ট গ্রেনেড হামলায় নিহত সকল শহীদদের স্মরণে নরসিংদী জেলা যুব মহিলা লীগের আয়োজনে “স্মরণ সভা” অনুষ্ঠিত হয়েছে।বুধবার (২৩ আগস্ট) বিকেলে নরসিংদী জেলা আওয়ামী লীগ অফিস প্রাঙ্গনে নরসিংদী জেলা যুব মহিলা লীগের আহ্বায়ক এড: লুবনা নারসিন লতা এর সভাপতিত্বে এবং সদস্য সচিব নাজমা বেগম এর সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী জেলা আওয়ামী লীগের সভাপতি জি এম তালেব হোসেন।এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব পীরজাদা কাজী মোহাম্মাদ আলী, নরসিংদী জেলা আওয়ামী লীগের ১নং যুগ্ম সাধারণ সম্পাদক ও নরসিংদী শহর আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব কামরুজ্জামান কামরুল, নরসিংদী শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও নরসিংদী পৌরসভা মেয়র আলহাজ্ব আমজাদ হোসেন বাচ্চ,নরসিংদী সদর আওয়ামী লীগের আহ্বায়ক আব্দুল বারিকসহ জেলা ও শহর আওয়ামী লীগ,যুবলীগ,ছাত্রলীগ, শ্রমিক লীগ, তাঁতী লীগ সহ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।এসময় উপস্থিত বক্তব্যরা বলেন, ১৫ আগষ্ট যারা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ তার পরিবারের সদস্যকে হত্যা করছেন তারাই ২০০৪ খ্রিষ্টাব্দের ২১ আগস্ট বাংলাদেশের গণতন্ত্রের মানসকন্যা জননেত্রী শেখ হাসিনাকে হত্যার উদ্দেশ্যে বিএনপি-জামাতের মদদপুষ্ট জঙ্গিগোষ্ঠী বর্বোচিত গ্রেনেড হামলা করে। সেইদিন বঙ্গবন্ধু এভিনিউর জনসভায় নেতা-কর্মীরা মানব দেওয়াল সৃষ্টি করে জননেত্রীকে রক্ষা করে। সেইদিন আইভি রহমানসহ ২৪ জনকে হত্যা করা হয়েছিল। এখনো নেতৃবৃন্দ স্প্রিন্টারের যন্ত্রণা নিয়ে জীবন অতিবাহিত করছেন। আমাদের সজাগ থাকতে হবে বিএনপি-জামায়াত গোষ্ঠী নৈরাজ্য সৃষ্টিতে সক্রিয় হয়ে উঠেছে। স্বাধীনতা বিরোধী চক্র ও নৈরাজ্য সৃষ্টিকারী বোমাবাজদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। ঐক্যবদ্ধ হয়ে আগামীর যেকোনো নৈরাজ্য প্রতিহত করতে হবে। প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে উন্নয়নের ধারা অব্যাহত রাখতে হবে। তাই আসুন আগামী সংসদ নির্বাচনে আবারো শেখ হাসিনাকে ভোট দিয়ে জয়যুক্ত করে রাষ্ট্র পরিচালনা করার দায়িত্ব দিতে হবে।এর আগে জেলা,উপজেলা ও শহর এবং যুব মহিলা লীগের বিভিন্ন ইউনিট থেকে দুপুর থেকেই খন্ড খন্ড মিছিল নিয়ে নেতাকর্মীরা সভাস্থলে আসতে থাকেন। বেলা বাড়ার সাথে সাথে সভাস্থল লোকসমাগম কানায় কানায় ভরে ওঠে।