admin
- ১৮ ডিসেম্বর, ২০২৫ / ৯ Time View

১৭ বছরের নির্বাসন শেষে তারেক রহমানের প্রত্যাবর্তনের ঘোষণায় পাবনায় যুবদলের বিশাল স্বাগত মিছিল
Reading Time: < 1 minute
নিজস্ব সংবাদদাতা, পাবনা :
দীর্ঘ সতেরো বছরের রাজনৈতিক নির্বাসন শেষে আগামী ২৫ ডিসেম্বর দেশে ফেরার ঘোষণা দিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান। তাঁর এই প্রত্যাবর্তনের ঘোষণাকে কেন্দ্র করে দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন করে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। বিশেষ করে, দেশের সাধারণ মানুষ, শিক্ষিত সমাজ এবং যারা বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব নিয়ে গভীরভাবে চিন্তাভাবনা করেন, তারা তারেক রহমানকে আগামীর বাংলাদেশ বিনির্মাণে একমাত্র ভরসা হিসেবে দেখছেন। এই মুহূর্তে দেশকে নেতৃত্ব দেওয়ার মতো দ্বিতীয় কোনো বিকল্প বাস্তবে দৃশ্যমান নয় বলেও মনে করছেন অনেকে।নেতার প্রত্যাবর্তনের এই ঘোষণার পর থেকেই দেশজুড়ে চলছে উৎসবের আমেজ। এরই ধারাবাহিকতায়, তারেক রহমানকে অধীর আগ্রহে বরণ করে নেওয়ার উদ্দেশ্যে আজ সকালে পাবনা জেলা যুবদল এক বিশাল স্বাগত মিছিল বের করে। মিছিলে যুবদলের নেতাকর্মী ছাড়াও বিপুল সংখ্যক সাধারণ জনতা স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন।পাবনা শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করা এই মিছিলের নেতৃত্ব দেন জেলা যুবদলের আহ্বায়ক ইলিয়াস আহমেদ হিমেল রানা এবং সদস্য সচিব মনির আহমেদ। মিছিল চলাকালীন নেতাকর্মীরা তারেক রহমানের সমর্থনে বিভিন্ন স্লোগান দেন এবং তাঁর আগমনকে স্বাগত জানিয়ে ব্যানার প্রদর্শন করেন।মিছিল শেষে এক সংক্ষিপ্ত সমাবেশে জেলা যুবদলের আহ্বায়ক ইলিয়াস আহমেদ হিমেল রানা বলেন, “দীর্ঘ ১৭ বছর ধরে দেশের মানুষ তাদের প্রিয় নেতাকে কাছে পায়নি। দেশের গণতন্ত্র আজ নির্বাসিত। এই ক্রান্তিলগ্নে তারেক রহমানের প্রত্যাবর্তন দেশের আপামর জনতার জন্য এক নতুন আশার আলো। ২৫ ডিসেম্বর আমরা আমাদের নেতাকে বরণ করে নিতে প্রস্তুত। সদস্য সচিব মনির আহমেদ বলেন, “দেশের আপামর জনতা অধীর আগ্রহে তাদের নেতাকে বরণ করে নেওয়ার উদ্দেশ্যে বসে আছে। তারা তাদের আবেগ-অনুভূতির চূড়ান্ত রূপ দেখাতে চায়। তারেক রহমানের নেতৃত্বেই আগামীর বাংলাদেশ তার হারানো গৌরব ফিরে পাবে।” নেতাকর্মীরা জানান, তারেক রহমানের প্রত্যাবর্তনের দিনটিকে স্মরণীয় করে রাখতে পাবনা জেলা যুবদলসহ বিএনপির সকল অঙ্গ ও সহযোগী সংগঠন ব্যাপক প্রস্তুতি গ্রহণ করছে। ২৫ ডিসেম্বরকে কেন্দ্র করে পাবনার রাজনৈতিক পরিস্থিতি এখন থেকেই উৎসবমুখর হয়ে উঠেছে।