সোমবার, ০৬ জানুয়ারী ২০২৫, ০৩:৪৭ পূর্বাহ্ন

News Headline :
পাবনায় মোটর সাইকেল ছিনতাই ২জন গ্রেফতার মোটরসাইকেল উদ্ধার রাজশাহীর তানোরে বিএমডিএর সহকারী প্রকৌশলী জামিনুরের বিরুদ্ধে বিতর্কিত কর্মকান্ডের অভিযোগ শ্যামনগর প্রধান সড়কে বিচালী ইট কাঠ নেটের ঘেরা শ্যামনগরে ভ্যানে চাদর আটকিয়ে এক বৃদ্ধের মৃত্যু রাজশাহীতে আবাসিক হোটেলে অসামাজিক কার্যকলাপের অভিযোগে আটক ৯ শ্যামনগরে সুন্দরবনের গরান জ্বালানী কাঠ কাটার দাবীতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত গোবিন্দগঞ্জে জমি ও পুকুর দখলকে কেন্দ্র করে আদিবাসী পল্লীতে হামলা অগ্নিসংযোগ বদলগাছীতে বিনামূল্যে বই বিতরণে প্রধান শিক্ষকের বিরুদ্ধে টাকা নেওয়ার অভিযোগ নিষিদ্ধ সংগঠন ইবি ছাত্রলীগের সহ-সভাপতি মামুন অর রশিদ গ্রেফতার! এবার চতুর্থ ধাপে সারদায় প্রশিক্ষণরত ৮ এসআইকে অব্যাহতি

৭৭ তম প্রাক স্বাধীনতা দিবস উৎসবের মধ্য দিয়ে ও বিভিন্ন অনুষ্ঠানে মধ্য দিয়ে পালিত হল

Reading Time: < 1 minute

শম্পা দাস,কলকাতা:
১৪ই আগস্ট, সোমবার, বরানগর গোপাল লাল ঠাকুর রোড ও মল্লিক কলোনীর সংযোগস্থলে, একটি সুন্দর অনুষ্ঠানের মধ্য দিয়ে প্রাক স্বাধীনতা দিবস উদযাপন অনুষ্ঠান শুরু হয়। ঠিক সন্ধে ছটায়, এই অনুষ্ঠান দুদিন ধরে চলবে 14ই আগস্ট ও ১৫ই আগস্ট, অনুষ্ঠানে থাকছে সম্বর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান।প্রতিবছরের ন্যায় এ বছরও এই অনুষ্ঠান সারম্বরে পালন করলেন এবং অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, এলাকার বিধায়ক তাপস রায়, পরিবহন মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী, পানিহাটির এম এল এ নির্মল ঘোষ, উপস্থিত ছিলেন সবার প্রিয় দোলা সেন, বরানগর পৌরসভার পৌর মাতা অপর্ণা মৌলিক, অঞ্জন পাল, পৌর পিতা দিলীপ নারায়ণ বসু, জয়ন্তী রায়, রমা দত্ত, নিবেদিতা বসাকসহ অন্যান্য অতিথিবৃন্দ এবং সংগীতে উপস্থিত ছিলেন মিস জোজো, এবং সম্পূর্ণ অনুষ্ঠানটি যিনি পরিচালনা করেছেন এবং যাহার উদ্যোগে প্রতিবছর এই অনুষ্ঠানটি হয়ে থাকে তিনি বরানগর পৌরসভার রামকৃষ্ণ পাল মহাশয়। শরমা পাল ,সঞ্জয় পাল , এছাড়াও অংশগ্রহণ করেন পল্লী ড্যান্স গ্রুপ, এবং উদ্বোধনীতে সীমা পাঠক সম্প্রদায় ।অনুষ্ঠানের সকল অতিথিদের এবং সংগীত শিল্পী জোজোকে উত্তরীয় ব্যাচ এবং ফুলের তোড়া দিয়ে সম্মানিত করেন,
এরপর একে একে শহীদদের প্রতি সম্মান জানিয়ে সঙ্গীত নাম অনুষ্ঠান ও নৃত্য সহযোগে অনুষ্ঠান শুরু হয়, অনুষ্ঠানে এলাকার মানুষ আনন্দ উপভোগ করেন,
১৫ ই আগস্ট ঠিক বারোটা বেজেএক মিনিটে ,জাতীয় পতাকা উত্তোলন করবেন 77 তম স্বাধীনতা দিবসের, এবং একে একে বীর যোদ্ধাদের প্রতি শ্রদ্ধা জানাবেন, এবং একইভাবে বিভিন্ন অনুষ্ঠান থাকছে সারাদিনের কর্মসূচি, তার সাথে সাথে কয়েকজনকে সম্বর্ধনা জানানো হবে প্রতিবছরের ন্যায়,সকলের উদ্দেশ্যে একটি কথাই জানান, আমরা যেমন বীর যোদ্ধাদের প্রতি শ্রদ্ধা জানাচ্ছি, এবং বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করেছি, ঠিক তেমনি এলাকার বাসিন্দাদের জন্য আমাদের বার্তা ,আপনারা সাবধানে থাকুন এবং নিজেদের এলাকা পরিষ্কার-পরিচ্ছন্ন রাখুন।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com