শুক্রবার, ১০ জানুয়ারী ২০২৫, ১০:০৬ অপরাহ্ন
Reading Time: < 1 minute
সংবাদ বিজ্ঞপ্তি:
র্যাব-১২’র অভিযানে সিরাজগঞ্জের যমুনা সেতু পশ্চিম থানা এলাকা হতে ওয়ারেন্ট ভুক্ত পলাতক শীর্ষ মাদক ব্যবসায়ী গ্রেফতার । গত ২৪/১১/২০২২ ইং তারিখ রাত ০৩.৩০ ঘটিকায় গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১২’র স্পেশাল কোম্পানীর একটি চৌকষ আভিযানিক দল মাদক মামলার ওয়ারেন্ট ভুক্ত পলাতক আসামী মোঃ মনিরুল ইসলাম(৩২), পিতা-মোঃ আঃ মজিদ, সাং-রঘুনাথ পুর, থানা-আতাউকুলা, জেলা-পাবনা (সূত্রঃ জিআর-১৩০/২১ (আতাইকুলা) R ৫২৯/২২ ধারা ৩৬(১) এর ১০(ক)৪১ মাদক ),কে সিরাজগঞ্জ জেলার যমুনা সেতু পশ্চিম থানার সামনে (চট্টগ্রাম থেকে পাবনা গামী) ঈগল পরিবহন থেকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত ওয়ারেন্ট ভুক্ত পলাতক শীর্ষ মাদক ব্যবসায়ীকে পাবনা জেলার আতাইকুলা থানায় হস্তান্তর করা হয়েছে।
স্বাক্ষরিত- মোঃ আবুল হাসেম সবুজ, লেফটেন্যান্ট স্কোয়াডকমান্ডার, র্যাব-১২,সিপিএসসি,সিরাজগঞ্জ।