শুক্রবার, ১৮ অক্টোবর ২০২৪, ১০:৩১ পূর্বাহ্ন

News Headline :
সিরাজগঞ্জে ইজিবাইক চালককে হত্যা করে গাড়ি ছিনতাই আটক দুই কুষ্টিয়ায় র‌্যাবের অভিযানে হত্যা মামলার আসামী গ্রেফতার পাবনা জেলার ১৯৬তম জন্মদিন উপলক্ষে কাগজে গ্রাফিতি প্রতিযোগিতা অনুষ্ঠিত বাজারের আগুন: ত্রিশালের কাঁচাবাজারে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্য আকাশছোঁয়া বিপাকে সাধারণ মানুষ কুষ্টিয়া জেলা পুলিশের সতর্ক বার্তা পাবনা র‌্যাবের অভিযানে ৪টি হত্যাসহ একাধিক মামলার আসামী গ্রেফতার নওগাঁ সোসাইটির নীতিমালা ভঙ্গ করে প্রতিপক্ষের ঘর দখলের অভিযোগ অপরাধী ও দুষ্টু লোকদের স্থান বিএনপিতে হবে না বলে তারেক রহমান স্পষ্ট বার্তা দিয়েছেন: কেন্দ্রীয় যুবদল সম্পাদক নয়ন পাবনায় সংবাদ প্রকাশের জেরে ওসির ইন্ধনে সাংবাদিকের খোজে সন্ত্রাসীরা মতিহারে সাজাপ্রাপ্ত পলাতক আসামী সোহেল গ্রেফতার

আসন্ন শাদরদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক আলোচনা সভা

আসন্ন শাদরদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক আলোচনা সভা

Reading Time: < 1 minute

মোঃ সাহিদুল ইসলাম, নীলফামারী :
আসন্ন সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গোৎসব সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে নীলফামারী ডোমারে প্রস্তুতিমূলক আলোচনা সভা ও জি আর চালের ডি,ও বিতরণ অনুষ্ঠিত অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৬ই অক্টোবর) সকাল ১১টায় ৩০মিনিটে উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের আয়োজনে পরিষদ হলরুমে আসন্ন শারদীয় দুর্গোৎসবের আলোচনা সভায় ডোমার উপজেলা নির্বাহী অফিসার মোঃ নাজমুল আলম বিপিএএ এর সভাপতিত্বে বক্তব্য রাখেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জান্নাতুল ফেরদৌস হ্যাপি,ডোমার থানা অফিসার ইনচার্জ মোঃ আরিফুল ইসলাম। এসময় আরো উপস্থিত ছিলেন সেনাবাহিনীর মেজর লিটন মাহমুদ, উপজেলা আনসার ভিডিপির প্রশিক্ষক মোঃ রুবেল ইসলাম, উপজেলা ফায়ারসার্ভিস কর্মকর্তা, উপজেলা বিএনপির সভাপতি ও ভোগডাবুরি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রেয়াজুল ইসলাম কালু,উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আক্তারুজ্জামান সুমন,পৌর বিএনপির সভাপতি আনিছুর রহমান আনু,সাধারণ সম্পাদক মোজাফফর আলী, জামাতে ইসলামের উপজেলা আমির আব্দুর রশিদ,সেক্রেটারী এন্দাদুল হক,রাজনৈতিক নেতাকর্মী, প্রিন্ট ও ইলেকট্রনিকস মিডিয়ার সাংবাদিক বৃন্দ সহ অনুষ্ঠানে একটি পৌরসভা ও উপজেলার ১০টি ইউনিয়নের ১০০টি দুর্গাপূজা মণ্ডপের সভাপতি- সম্পাদকগন উপস্থিত ছিলেন। উপজেলা নির্বাহী অফিসার তার বক্তব্যে বলেন, প্রতিটি মণ্ডপে সিসি ক্যামেরার আওতাভুক্ত ও পর্যাপ্ত আলোর ব্যবস্থা থাকতে হবে।অবশ্যই সন্ধ্যা ৭টার মধ্যে প্রতিমা বিসর্জ্জন দিতে হবে। দল মত নির্বিশেষে লোকাল গণ্যমান্য ব্যক্তিদের নিয়ে নিরাপত্তা মূলক কমিটি গঠন করতে হবে। নতুন প্রেক্ষাপটে সবাইকে সজাগ থাকতে হবে কেউ যেন সুযোগ নিতে না পারে। আমাদের কোন লেভেলে কোন ঘাটতি থাকলে সেটি আপনারা জানাবেন। প্রশাসন সবসময় আপনাদের পাশে থাকবে। পরে ডোমার উপজেলার প্রতিটি মণ্ডপের জন্য ৫শ’ কেজি করে চালের ডিও প্রদান করা হয়।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com