সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০২:৪২ অপরাহ্ন
Reading Time: < 1 minute
ঈদ আনন্দ
তাযকিয়া বেগম
ঈদ আনন্দ ছড়িয়ে দাও
সকল শিশুর মাঝে,
গরিব শিশুও উঠুক হেসে
নতুন জামার সাজে!
কুরবানি দাও মনের পশু
বনের পশুর সাথে,
ভুলে দ্বন্দ্ব ঈদ আনন্দে
হাতটি রাখো হাতে।
কুরবানির ঐ রক্ত মাংস
যায় না রবের কাছে,
তাকওয়া তোর দেখেন প্রভু
আল কুরআনে আছে।
গরিবের হক ধনীর কাছে
যাকাত ফিতরা দিবে,
বিনিময়ে রবের থেকে
জান্নাত কিনে নিবে।
ঈদের খুশি সবার জন্য
আল হাদিসের বাণী,
হিংসা বিদ্বেষ ভুলে গিয়ে
নবীর কথা মানি!